বঙ্গে পদ্মফুলে “অর্জুন বরণ” , তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মার্চ ১৪, ২০১৯ @ ১৫:১৩

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১৪ মার্চঃ দু’দিন আগেও তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে। থাকতেন তৃণমূল নেত্রীর পাশেই। কয়েক মাস আগে নিজের আত্মীয়কে তৃণমূলের টিকিটে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জিতিয়ে এনেছিলেন। মনে করেছিলেন বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এবার তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু দিদি চাইলেন না।পুরনো সাংসদ দীনেশ ত্রিবেদীকেই ফের প্রার্থী করলেন। আর তাতেই বেজায় চটে গেলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং।দলছেড়ে যোগ দিলেন বিজেপিতে।

তৃণমূলের প্রার্থী তালিকা দেখেই সিদ্ধান্ত নিলেন অর্জুন

১)কানাঘুষো শোনা যাচ্ছিল গত এক সপ্তাহ ধরেই। কিন্তু তা যে এভাবেই সত্যি হয়ে যাবে তা তৃণমূলের অনেকেই ভাবতেই পারেনি। দীর্ঘদিন ধরে তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগও রেখেই চলেছেন তিনি। কিন্তু বিধায়কের পর না হতে পেরেছেন মন্ত্রী না সাংসদ হিসেবে লড়বার ছাড়পত্র।

২) তৃণমূলের হয়ে কাজ করা মানে কি শুধু কখনও উত্তর প্রদেশ কখনও বিহার কখনওবা ঝাড়খণ্ডে পরিদর্শক হয়ে পরিদর্শনে বেড়ানো? এমন প্রশ্ন রীতিমতো ক্ষোভের সঙ্গে বলে বেড়িয়েছেন নিজের ঘনিষ্ঠ মহলে অর্জুন। একই সঙ্গে তৃণমূল করতে এসে কেউ হয়ে গেছে মন্ত্রী জেলার সভাপতি কেউ বা সাংসদ। অথচ অর্জুন সিং-কে পড়ে থাকতে হয়েছে- এনিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ঘনিষ্ঠ মহলে তিনি।

৩) বারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীকে নিয়েও এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ছিল বলে দাবি তাঁর। কিন্তু টিকিট পেলেন সেই মানুষটি। জুটল না তাঁর। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দীনেশ ত্রীবেদী ভাটপাড়া কেন্দ্রে পরাজিত হন। আর দু’বছর বাদে সেই আসন থেকেই বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হন অর্জুন সিং।

৪) গত পরশু কালীঘাটে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অর্জুঙ্কে ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। যা নিয়ে বিজেপি হাসাহাসি করেছে। যাদের কোনও অস্তিত্বই নেই সেই দল আবার পাঠাচ্ছে অবজার্ভার-বিজেপি বলেছিল। অর্জুন ঠিক করেই নিয়েছিলেন যে ঝাড়খণ্ডে গিয়ে নয় ভাটপাড়াতে বসেই তিনি রাজনীতি করবেন। মনে করা হচ্ছে এসব কাঝণেই তিনি তৃণমূল ত্যাগ করলেন।

৫) গতকাল দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। সূত্র মারফত জানা গেছে , সেখানে মুকুল রায়ের সঙ্গেও কথা হয়েছে। এরপরই আনুশঠানিকভাবে তিনি যোগ দিলেন গেরুয়া শিবিরে। পদ্মফুলে বরণ করে নেওয়া হল অর্জুনকে। তবে শুধু অর্জুন নয় লাইনে এখন আরও অনেক নাম রয়েছে-বিজেপি বলছে আর একটু অপেক্ষা করুন অনেক কিছু দেখা বাকি। সবে তো কলির সন্ধে।বলছে বিজেপি।

Published on: মার্চ ১৪, ২০১৯ @ ১৫:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + = 12