পঞ্চচুলায় তুষারঝড়ে এমন হাল হল যে পর্বতারোহীদের অভিযান না সেরেই ফিরে আসতে হল

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ১, ২০১৮ @ ২০:৪৪

এসপিটি নিউজ ডেস্কঃ দশ জনের একটি দল গেছিল হিমালয়ের পঞ্চচুলি পর্বতাভিযানে। প্রথমে অভিযান ভালভাবেই এগোচ্ছিল। কিন্তু বেস ক্যাম্প থেকে পরবর্তী কয়েকটি শিবির এগোতেই যে বিভীষিকাময় মুহূর্তের মুখোমুখি হতে হল তারপর তাদের অভিযানটাই বন্ধ হয়ে গেল।

কুমা্য়ুন মণ্ডল বিকাশ নিগম ও মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার ব্যানারে ১০জনের একটি দল পঞ্চচুলি পর্বতাভিযানে রওনা দেয়।তারা যখন সেই পর্বতের দ্বিতীয় শিবিরে পৌঁছয় তখন ভয়াবহ তুষারঝড় শুরু হয়। তখন তারা সামনের দিকে এগোতে পারছিলেন না। আবার তারা যে পিছিয়ে আসবেন সেটাও সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে তাদের তিন সদস্য সাঙ্ঘাতিক রকমের বিপর্যয়ের মুখোমুখি হয়।

সেই তিন সদস্যের কোমরে দড়ি দিয়ে বাধা ছিল। সেই অবস্থায় তুষারঝড়ের ধাক্কা সামলাতে না পেরে দেড়শো মিটার নীচে খাদের মধ্যে পড়ে যায়। কিন্তু দড়ি দিয়ে বাধা ছিল বলে তারা তিনজনেই প্রাণে রক্ষা পেয়ে যান। এই পরিস্থিতিতে তারা অভিযান মাঝপথে অসম্পূর্ণ রেখে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পঞ্চচুলি পর্বতের উচ্চতা ৬৪৩৭মিটার। তারা গত ১৮ অক্টোবর তারা রওনা দিয়েছিলেন। তাদের দলে এছাড়াও সাতজন গাইড, হেল্পার এবং পোর্টার ছিল। যারা অভিযাত্রীদের সঙ্গে শেষ পর্যন্ত যাবেন বলেই স্থির ছিল।ধারচুলার দারমা এলাকার দান্তু গ্রাম থেকে তারা ২১শে অক্টোবর তারা অভিযান শুরু করেন। দলপতি ছিলেন ধারচুলার বাসিন্দা এভারেস্ট বিজয়ী যোগেশ গব্রওয়াল। ৪২০০ মিটার উঁচুতে পর্বতাভিযাত্রীরা তাদের বেস ক্যাম্প তৈরি করেছিলেন।সেখান থেকেই মূল অভিযান শুরু হয়।

পর্বতারোহীরা যখন ৫৫০০মিটার উচ্চতায় পৌঁছন তখনই ভয়াবহ তুষারঝড় শুরু হয়। আচমকা পরিস্থিতি বদলে যায়। এমন পরিস্থিতির মুখোমুখি যে তাদের এত তাড়াতাড়ি হতে হবে তা তারা ভাবেননি। উপর থেকে বরফের বিশালাকার চাই খসে পড়তে থাকে। চারিদিকে মুহূর্তের মধ্যে একটা ধোয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। সকলে তখন এমন পরিস্থিতির মোকাবিলা করতে ব্যস্ত হয়ে যায়। আর তখন তিন পর্বতারোহী ১৫০মিটার নীচে খাদে পড়ে যায়। কিন্তু এই সময় সকলের কোমরে দড়ি বাধা ছিল বলে অল্পের জন্য এ যাত্রায় রক্ষা পেয়ে যায় ঐ তিন পর্বতারোহী, বাকিরা তাদের অনেক কষ্টে টেনে তোলেন।

এরপর পর্বতারোহীরা ফিরে আসতে বাধ্য হন। দলনেতা যোগেশ গাব্রওয়াল জানান, এবার তারা ফিরে এলেও সামনের বছর ২০১৯ সালে মে মাসে ফের তারা পঞ্চচুলি অভিযানে বেরোবেন।

অক্টোবর মাসে পঞ্চচুলিতে তুষারঝড় হওয়ায় অবাক হয়ে গেছেন টিম লিডার যোগেশ। তিনি বলেন, “আমি এখাওকার বাসিন্দা। কোনওদিন এমন সময় তুষারপাতের ঘটনা ঘটে নি। তুষারপাত যা হয় তা নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়।” তিনি বলেন, এমন সাঙ্ঘাতিক রকমের তুষারঝড় হয়েছে যে পাহাড়ি এলাকায় চার ফুট পুরু বরফ জমে গেছে।

পাঁচটি পর্বতের সমারোহ পঞ্চচুলি পাঁচ নম্বর পর্বতটি সব চাইতে দুর্গম বলে মানা হয়ে থাকে। এদের মধ্যে দু’নম্বরটির উচ্চতা সবচেয়ে বেশি ৬৯০৪মিটার। এছাড়া বাকি পর্বতমালার উচ্চতা যথাক্রমে-৬৩৫৫মিটার, ৬৩১৪মিটার, ৬৩৩৪মিটার ও ৬৪৩৭ মিটার। পণচচুলা পর্বতাভিযান ১৯৭২ থেকে ২০০৩ সাল পর্যন্ত হয়েছিল। ২০০৩ সালের এক পর্বতাভিযানের সময় আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশের সঙ্গে পর্বতারোহীরা ভয়াবহ এক তুষারঝড়ের মুখে পড়ে নিখোঁজ হয়ে যায়।

Published on: নভে ১, ২০১৮ @ ২০:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2