নৈহাটি উৎসবে এসে কুণাল ঘোষ বললেন- একদিন যে কাগজে ট্রেনি সাংবাদিকের পরীক্ষা দিয়ে ঢুকেছিলাম আজ সেখানে আমি কনসালটিং এডিটর

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৬, ২০২২ @ ০১:৩৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, নৈহাটি, ২৬ ডিসেম্বর: রবিবার নৈহাটি উৎসবে উত্তরীয় পরিয়ে বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষকে সম্বর্ধিত করেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। সম্বর্ধিত হয়ে রীতিমতো উচ্ছ্বসিত কুণাল বলেন- সাংবাদিকরা খুবই উপেক্ষিত। সেই জায়গায় দাঁড়িয়ে আজ নৈহাটি উৎসব কমিটি যেভাবে প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া ও ডিজিটাল মিডিয়াকে সম্বর্ধিত করছে এটা খুবই ভালো দিক। এরই মধ্যে কুণাল নিজের সাংবাদিকতার জীবন সম্প্রর্কে বলতে গিয়ে জানান- একদিন যে কাগজে আমি ট্রেনি সাংবাদিকের পরীক্ষা দিয়ে ঢুকেছিলাম আজ সেই কাগজেই আমি কনসালটিং এডিটর হয়েছি। উপরওয়ালার আশীর্বাদ আর পরিশ্রম এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে।

তিনবার আজকালে তিনবার প্রতিদিন কাগজে

নিজের সাংবাদিকতার জীবন নিয়ে বলতে থাকেন কুণাল ঘোষ। ইদানীং তাকে সমস্ত টিভি নিউজ চ্যানেলে দেখা যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই প্রসঙ্গ তুলে তিনি বলেন- “আমি ছাত্রজীবনে ছাত্র রাজনীতি করেছি। তবে আমি তিনবার আজকালে চাকরি করেছি। তিনবার প্রতিদিন কাগজে চাকরি করেছি। আজকে এখনও এই মুহূর্তে আমি সংবাদ প্রতিদিন কাগজের কনসালটিং এডিটর। একদিন ট্রেনি সাংবাদিক হিসাবে পরীক্ষা দিয়ে ঢুকেছিলাম। ১১টা প্রমোশন। প্রত্যেকটা ধাপ চিনি সাংবাদিকতার। যে হাউসে ট্রেনি সাংবাদিকের পরীক্ষা দিয়ে ঢুকেছিলাম সেই হাউসেই আজ আমি কনসালটিং এডিটর। উপরওয়ালার আশীর্বাদ আর পরিশ্রম সাধন।”

বাংলা সাংবাদিকতার ইতিহাসে প্রথম বেসরকারি অডিও-ভিস্যুয়াল নিউজ ‘প্রবাহ’

“তিনবার অশোক দাশগুপ্তর নেতৃত্বে আজকালে কাজ করেছি। যখন বাংলায় কেউ ভাবেনি ১৯৯৬ সাল টিভি-তে বেসরকারি নিউজ হতে পারে, কেউ ভাবেনি, সেদিন দূরদর্শন থেকে স্লট কিনে আমি করেছিলাম ‘প্রবাহ’। নিউজ ম্যাগাজিন- বাংলা সাংবাদিকতার ইতিহাসে প্রথম বেসরকারি অডিও-ভিস্যুয়াল নিউজ। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে ডিজিটাল এসে গেছে। আপনি কাগজে আট পাতা কিংবা দশ পাতার নীচে খবর দিতে পারবেন না। জায়গা নেই। চ্যানেলেও একটা জায়গার সমস্যা আছে। কিন্তু ডিজিটাল আপনাকে প্রতি মুহূর্তে নতুন খবর দেওয়ার সুযোগ ওদের রয়েছে। তাই সব কাগজকেই এখন ডিজিটালে আসতে হচ্ছে। বিশ্ববাংলা সংবাদ ভালো কাজ করছে।” যোগ করেন কুণাল।

পক্ষে কিংবা বিপক্ষে লিখতে কিন্তু হবেই- কুণাল ঘোষ

কুণাল ঘোষ এখনকার সাংবাদিকদের নিয়ে বলেন- “এখন যারা সাংবাদিকতা করছেন, তাদের অনেকের হয়তো চাকরি জীবনে ইন্টারভিউটা আমার নেওয়া। তাদের আমি ভাই-এর মতো বোন-এর মতো নিয়েছি। আমার পরিষ্কার বলা আছে- ভাই, পক্ষে লিখবি কিংবা বিপক্ষে লিখবি ইগনোর করলে আমি কিন্তু বরদাস্ত করবো না। লিখতে কিন্তু হবেই। এই মানসিকতা সকলের খোলা রাখতে হবে। কেউ লিখবে পক্ষে। কেউ লিখবে ঠিকঠাক। কারুর ভুল হবে। কারুর একটা পলিসি আছে। একটা গ্লাসে অর্ধেক গ্লাস জল আছে। কোনও হাউস বলবে গ্লাসটা অর্ধেক ভর্তি আর কোনও হাউস বলবে গ্লাসটা অর্ধেক ফাকা আছে। এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এটা মানতে হবে।”

‘সাংবাদিকরা খুব উপেক্ষিত’

“তবে জোর করে কেউ যদি কুৎসা করে একটা খবর চাপিয়ে দেয় ডিফেন্ড করার সুযোগ না দেয় তখন আপত্তির জায়গা থাকছে। মামলা করা, চিঠি দেওয়া, আইনের ব্যবস্থা সবই থাকছে। কিন্তু সাধারণভাবে সরকারের যে চোখ সরকারের যে কান, দলের যে চোখ দলের যে কান তার বাইরেও সংবাদ মাধ্যমকে সক্রিয় রাখাটা খুব জরুরি, যেটা মাননীয় মন্ত্রীও বললেন। সবটা হয়তো আমাদের নজরে পড়ে না, কিছু কিছু বেড়িয়ে যেতে পারে। কিছু কিছু অসম্পূর্ণতা আছে কোনও কাজে। কোথাও একটা কেউ ভুল করেছে কোথাও একটা কেউ অন্যায় করেছে। এত বড় দল, এত বড় সংসার, ১০০টা লোকের মধ্যে ৯৯টা লোক ঠিক কাজ করছে। সেজন্যই তো বাড়ি বাড়ি সবুজ সাথী থেকে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার পৌঁছচ্ছে। রাস্তায় আলো-জল চলছে। কিন্তু কোথাও কোথাও ভুল হয়েছে। ভুল হলে সংশোধন হবে। অন্যায় হলে তার শাস্তি হবে। তার জন্য সংবাদ মাধ্যমে একটা নিশ্চিত ভূমিকা রয়েছে। তবে আমরা একটু আশা করতে আপ্রি, সেই ভূমিকা যেন নিরপেক্ষ থাকে। অর্থাৎ যদি কোনও অভিযোগ থাকে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট বিভাগের বক্তব্য নিয়ে নিলে খুব ভালো হয়।”

একথা বলে কুণাল বলেন- সাংবাদিকরা খুব উপেক্ষিত। সেক্ষেত্রে নৈহাটি উৎসবকে খুব ভালো বলবো যে এখানে প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া এখানে তাদের পাওনারা সম্বর্ধিত করছেন। তাদের স্বীকৃতি দিচ্ছেন। যে খবর ছাড়া মানুষের জীবন চলে না, বাংলার মানুষ খুব সচেতন মানুষ। মানুষ সব জানেন, খবর রাখেন। সেখানে দাঁড়িয়ে এই যে অভিযোজন পর্ব, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, ডিজিটাল মিডিয়া যত ছড়িয়ে পরে পড়ুক।”

Published on: ডিসে ২৬, ২০২২ @ ০১:৩৬


শেয়ার করুন