নিজেকে ” সেরার সেরা ” করতে জঙ্গলমহল উতসবে গা ভাসাল সব বয়সীরা

দেশ
শেয়ার করুন

 

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল  ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২৬, ২০১৭ @ ২২:০৮

এসপিটি নিউজ, শালবনী, ২৬ ডিসেম্বরঃ হারিয়ে যেতে বসা বাংলার লোক-সংস্কৃতিকে ফিরিয়ে আনার প্রয়াস। গত কয়েক বছর ধরেই তা চলছে। সেই লোক-সংস্কৃতিকে নিয়েই জঙ্গলমহলের লোকশিল্পীরা উতসবে মেতে উঠলেন। আজ থেকে জঙ্গলমহলের ব্লক স্তরে এই উতসব শুরু হল। এদিন শালবনী ও গোয়ালতোড় ব্লক থেকে সূচনা হল এই জঙ্গলমহল উতসবের। যার মূল অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রামে আগামী ৩ জানুয়ারি।

আজ শালবনী ব্লকে উতসবের সূচনা করেন বিডিও পুষ্পল সরকার, গোয়ালতোড়ে মন্ত্রী শান্তিরাম মাহাত। দুই জায়গাতেই উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাত।এদিনের অনুষ্ঠানে ছিল ভাদু, টুসু, করম্নাচ, পাতা নাচ, ছৌ নাচ, ঝুমুর গান। এসব নিয়েই শুরু হয়েছে প্রতিযোগিতাও।লক্ষ্য একটাই, সেরার সেরা বাছাই করা।বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পের সেরার সেরাকে আবিস্কারের পথ হিসেবেই জঙ্গলমহল উতসব নিজের আভিজাত্য ক্রমেই মেলে ধরছে। গত ছ’বছর ধরে এই উতসব জঙ্গলমহলের মানুষের কাছে খুবই আপন হয়ে উঠেছে। যে উতসব তাদের নিজস্ব প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে চলেছে।

ঝুমুর শিল্পী বিশ্বজিত মাহাতর গলাতেও শোনা গেল তারই প্রতিধ্বনি। শালবনীর এই শিল্পী বলছিলেন, সরকার বাংলার সোকশিল্পকে সম্মান দিয়েছে। আজ এই শিল্প আবার তার পুরনো জায়গা ফিরে পেয়েছে। আমরাও সরকারি-বেসরকারি অনুষ্ঠান করতে পারছি। সরকারি ভাতা পাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় জঙ্গলমহলের কথা বলে। আমাদের কথা ভাবেন। তাই তো আমাদের নিজেদের সংস্কৃতি আজ আমরা মেলে ধরতে পারছি।

জানা গেছে, ব্লক স্তরে প্রথম স্থানাধিকারীরা অংশ নেবেন রাজ্যস্তরের প্রতিযোগিতায়। যা হবে আগামী ৩ জানুয়ারি ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইন্সটিটিউশন-এর মাঠে।নিজেকে জঙ্গলমহলের সেরার সেরা শিল্পী করতে এখন তাই চেষ্টার কোনও কসুর করছে না কেউ।

Published on: ডিসে ২৬, ২০১৭ @ ২২:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 + = 78