ঝাড়খণ্ডে যৌথ অভিযানে প্রচুর বিস্ফোরক সহ গ্রেফতার এক শীর্ষ নকশাল নেতা

দেশ
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল   ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২৬, ২০১৭ @ ২৩:৫১

এসপিটি নিউজ, জামশেদপুর, ২৬ ডিসেম্বরঃ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের একাধিক থানা এলাকায় নাশকতামূলক কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আজ সকালে ঝাড়খণ্ডের পটমদা থানা এলাকায় এক অভিযান চালিয়ে এক নকশাল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরণের সরঞ্জাম সহ অনেক অস্ত্রশস্ত্র।গ্রেফতার হওয়া ঐ নকশাল নেতার নাম রাজেন্দ্র সিং গুন্ডা ওরফে গুডরু ওরফে রাজু ওরফে চন্দন। বয়স ৩০।তিনি সাব জোনাল কম্যান্ডার হিসেবেই কাজ করতেন।

এই অভিযানে নেতৃত্ব দেন জামশেদপুরে পূর্ব সিংভূম জেলার আপার পুলিশ সুপার প্রণব আনন্দ ঝা, এমজিএম থানার আধিকারিক ইমদাদ আন্সারি, পটমদা থানার আধিকারিক মহেন্দ্র করমালীকোব্রা ২০৭ নবর ব্যাটেলিয়নের দুই আধিকারিক শশিভূষণ সিংহ ও বিকাশ কুমার এবং সি আর পি এফ-এর ১৯৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

এদিন ভোর চারটে নাগাদ যৌয়হ অভিযানটি হয়। পুলিশ ঐ নকশাল নেতার এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়।এই নকশাল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল।তার বিরুদ্ধে ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন সাংসদ সুনীল মাহাতকে খুন, বুরুডিহি ড্যামে বারুদের বিস্ফোরণে পুলিশ চৌকি উড়িয়ে দেওয়া, চেকামে বারুদের বিস্ফোরণ, মুঠভেরে কোবরা ব্যাটেলিয়নের এক জওয়ানকে খুনের অভিযোগ আছে। এদিন তিনি তার বিরুদ্ধে আনা এই সব কটি অভিযোগই স্বীকার করে নিয়েছে।

গানুদি থানা এলাকায় দুটি, বোরাম থানা এলাকায় একটি এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া থানা এলাকায় ঘটা একাধিক নাশকতামূলক কাণ্ডে তার নাম জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরেই পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। এদিন তাকে একেবারে নাগালে পেতেই গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭.৬৫ বোরের একটি দেশি পিস্তল, ৭.৬৫ বোরের ০৫গুলি, একটি ম্যাগজিন, চার বান্ডিল কোটেক্স তার, ২৫টি ডিটোনেটর, বিস্ফোরণের কাজ লাগানো এমন ৩৫টি জেল যার কভারে নিওফেল।এছাড়াও মিলেছে ২৫ এমএম ইমালসান, ১২৫ গ্রাম বিস্ফোরক দ্রব্য। এগুলির ফাক্টরি হল নাগপুর জেলার কোটালে, তাহ এলাকায়।Published on: ডিসে ২৬, ২০১৭ @ ২৩:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 − 83 =