আজ খুলে গেল বাবা কেদারনাথের মন্দিরের দ্বার

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: মে ১৭, ২০২১ @ ২১:২৪

এসপিটি নিউজঃ চার ধামের সব মন্দিরই একে একে খুলে গেল। আজ ভোর পাঁচতায় কভীড বিধি মেনেই খুলে গেল বাবা কেদারনাথের মন্দিরের দ্বার।এখানেও মন্দিরে প্রথম পুজো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে দেওয়া হয়।

সূত্রের খবর, আজ ভোর পাঁচটায় ঐতিহ্যবাহী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবা কেদারনাথ ধামের মন্দিরের দ্বার খোলা হয়। দীর্ঘ ছয় মাস শীতের জন্য বন্ধ থাকার পর এদিন খোলা হয় মন্দির। এই উপলক্ষ্যে মন্দিরকে ১১ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়। পুজোর সময় মন্দিরে উপস্থিত সকলে করোনা বিধি মেনে চলেন।

মন্দিরের প্রধান পুরোহিত বাগেশ লিং বাবার সমাধি পুজো করেন। এরপর রীতি মেনেই মন্দিরের দরজা খোলা হয়। অন্যান্য বারের মতো এবারও মন্দাকিনি ও সরস্বতী নদীর সঙ্গমে অবস্থিত কেদারনাথে মন্দিরের দ্বার খোলার অনুষ্ঠানটি ছোট আকারে সম্পন্ন হয়।  এই নিয়ে একে একে চার ধামের মধ্যে তিনটি ধ্মা খুলে গেল। এর আগে খুলেছে যমুনোত্রী ও গঙ্গোত্রী ধাম। আগামিকাল খুলছে বদ্রীনাথ ধাম।

Published on: মে ১৭, ২০২১ @ ২১:২৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

93 − = 88