তিব্বত সীমান্তের কাছে তুষারঝড়ে এক জওয়ান শহীদ, নিখোঁজ ৫

দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২০, ২০১৯ @ ২৩:২৭

এসপিটি নিউজ, সিমলা, ২০ ফেব্রুয়ারিঃ তুষারঝড়ের মুখে পড়লেন ১১জন ভারতীয় জওয়ান। বুধবার হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় তিব্বত সীমান্তের কাছে এমন ঘটনা ঘটে। সেইসময় সেনাবাহিনীর জওয়ানরা সেখানে দেশের সুরক্ষায় কর্তব্যরত ছিলেন। ইতিমধ্যে একজন জওয়ানের দেহ সনাক্ত করা গেছে।আধিকারিকরা বাকি ৫ জনের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা এখনও নিখোঁজ আছেন। দুর্ঘটনাটি কিন্নৌর জেলার নমঝা পাহাড়ি এলাকায় ঘটেছে। ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি যৌথভাবে অপারেশন চালাচ্ছে। অন্ধকার আর প্রচন্ড ঠান্ডার কারণে উদ্ধারকাজে সমস্যা তৈরি হয়েছে।উদ্ধারকাজে ১৫০জন জওয়ান সামিল হয়েছেন।ইতিমধ্যে ৫ জওয়ানকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

হিন্দি সংবাদ মাধ্যম দৈনিক ভাস্কর-এ প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গেছে, কিন্নৌরের ডেপুটি কমিশনার গোপাল চন্দ জানিয়েছেন, শহীদ জওয়ানের নাম রমেশ কুমার (৪১)। তিনি হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঘুমরপুর গ্রামে থাকেন। তুষারঝড়ের মুখে পড়া সব জওয়ানই ৭ জম্মু ও কাশ্মীর রাইফেলসের। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এই দুর্ঘটনা সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজে হাত লাগানো আইটিবিপি ও পুলিশ বাহিনীকে সব রকমের সাহায্য করা হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, আধিকারিকদের বক্তব্য অনুযায়ী সেনা বাহিনীর ১৬জন জোয়ান তিব্বত সীমান্তের কাছে নমঝা পাহাড়ি এলাকায় জলের পাইপ লাইন ঠিক করতে গেছিল। ঠিক সেইসময় শিপকিলার পাশে তুষারঝড় হয়। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় এবং সেই সঙ্গে ঠান্ডার প্রকোপ বাড়তে থাকায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটেছে।

Published on: ফেব্রু ২০, ২০১৯ @ ২৩:২৭

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 + = 55