নববর্ষ বই উৎসবঃ দক্ষিণ কলকাতাবাসীদের জন্য পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের নয়া উদ্যোগ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১২, ২০২৩ @ ২৩:৪৪
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১২ এপ্রিল: দক্ষিণ কলকাতায় এবার বইমেলার আয়োজন করেছে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। বাংলা নববর্ষ পয়ালা বৈশাখের পরদিন থেকে তালতলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই বইমেলা। নাম দেওয়া হয়েছে নববর্ষ বই উৎসব।আগামী ১৬ এপ্রিল শুরু হচ্ছে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। মেলায় মোট ৮৫টি স্টল বসছে। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন- আগামী ২৩ এপ্রিল বিশ্ব বই উৎসবে মেলায় কবি সম্মেলন ও কবিতা উৎসবেরও আয়োজন করা হয়েছে।

দক্ষিণ কলকাতায় কেন আলাদা করে বইমেলার আয়োজন?

দক্ষিণ কলকাতায় কেন আলাদা করে বইমেলার আয়োজন? এই প্রশ্নের জবাবে ত্রিদিববাবু বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান। তিনি বলেন-“ এই উৎসবের ব্যাপারে আমাদের বন্ধু বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় পুরমাতা মৌসুমি দাস বহু দিন ধরে বলছে। এমনকি প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যা আজকে এখানে আসার কথাও ছিল। কিন্তু আজ প্রচন্ড গরমে তার বাড়ির লোক ছাড়ছে না। তিনি তাই বলেছেন যে তুমি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিও। তিনিও বলেছেন যে কলকাতা বইমেলা ময়দান থেকে চলে যাবার পর একটা শূন্যতা তৈরি হয়েছিল। দক্ষিণ কলকাতার মানুষের কাছে তা পৌঁছতে পারছে না। দক্ষিণ কলকাতার মানুষকে যেতে হলে তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। দুই-তিনবার বাস পাল্টাতে হয়। মেট্রো ধরতে হয়। অটো ধরতে হয়। তা একটা দক্ষিণ কলকাতা বইমেলা হোক। এই দাবিকে মর্যাদা দিয়েই এই বইমেলা শুরু হচ্ছে তালতলার মাঠে।”

বই কিনলে ২০ শতাংশ ছাড়

মোটামুটিভাবে বাংলার সমস্ত নামি প্রকাশক এবং প্রতিশ্রুতিমান প্রকাশক তারা এখানে যোগ দিচ্ছেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা কলকাতা বইমেলার সাথে যুক্ত তাছাড়া সাহিত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সপ্তাহ ধরে। সবচেয়ে ভালো কথা-মাননীয় মেয়র প্রিষদের একটা দাবি ছিল। সেই দাবিকে মর্যাদা দিয়েছি। আমরা সমস্ত প্রকাশকদের অনুরোধ করব যে কুড়ি শতাংশ কমিশন দিতে।বলেন ত্রিদিববাবু।

নববর্ষ বই উৎসব নামটা মুখ্যমন্ত্রীর দেওয়া

গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এই বইমেলার প্রেরণার কথা বলেন। তিনি জানান, “দক্ষিণ কলকাতায় একটা নববর্ষ বই উৎসব হচ্ছে। এই নববর্ষ বই উৎসব-এর বিষয়ে প্রথম বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের বলেছেন- নববর্ষের সময় একটা কিছু করতে পারো না। আমরা সেই সময় থেকেই উদ্যোগ নিয়েছিলাম। নববর্ষ বই উৎসব নামটা ওনার দেওয়া। কলকাতা বইমেলার একটা ছোট সংস্করণ বলতে পারেন এই উৎসব। কারণ, কলকাতা বইমেলায় যা যা থাকে তা অতবড় পরিসর তো দক্ষিণ কলকাতায় নেই। আমরা চাই আপয়ানারা সকলেই কলকাতা বইমেলার মতো দক্ষিণ কলকাতা বইমেলায় আসুন। এর মধ্যে অনেক নতুন বই প্রকাশিত হউয়েছে। আগামী পয়লা বৈশাখে আরও অনেক নতুন বই প্রকাশিতি হবে। অনেক রোদ্দুর থাকবে। বিকেলে তিনটে থেকে রাত ন’টা পর্যন্ত খোলা থাকবে। তবে খোলা থাকবে বেলা একটা দেড়টার পর থেকে।”

দক্ষিণ কলকাতার মানুষের কাছে এটি দুয়ারে বইমেলার মতো- দেবাশিস কুমার

কলকাতা পুরসভার মেয়র পরিষদ ও বিধায়ক দেবাশিস কুমার এদিন গিল্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন- “ত্রিদিব চট্টোপধ্যায় একেবারে সঠিক কথাই বলেছেনযে ময়দান থেকে বইমেলা চলে যাবার পর দক্ষিণ কলকাতায় বইমেলা হয়নি। আসলে ছোটখাটো বইমেলা হলেও গিল্ড করেনি। তবে এখানে জায়গাটা ছোট। তবে ছোট আকারে হলেও উদ্যোগ নেওয়া হয়েছে। নববর্ষের পরদিন থেকেই শুরু হচ্ছে। শুরু হচ্ছে পয়লা বৈশাখের পরদিন থেকে। শেষ হচ্ছে অক্ষয় তৃতীয়ার পরে। দক্ষিণ কলকাতার মানুষকে বই কেনা, দেখার সুযোগ গিল্ড করে দিয়েছে। শীর্ষেন্দুদার বাড়ি থেকে একেবারে হাঁটার দূরত্ব। তিনি এসেছিলেন। আমরা যারা দক্ষিণ কলকাতার মানুষ, তাদের কাছে এই বইমেলাটা অনেকটা দুয়ারে বইমেলার মতো। ওই জায়গাটায় প্রচুর স্কুল-কলেজ। স্বাভাবিকভাবেই তারা আসতে পারবেন।আমার একটা দাবি ছিল যে এই বইমেলায় যদি বই ক্রেতাদের একটা অতিরিক্ত ইনসেনটিভ দেওয়া যায়। আমাদের দাবিকে মর্যাদা দিয়ে তারা ১০ কে ২০ করে দিয়েছে। এজন্য গিল্ডকে ধন্যবাদ জানাই।”

বই মেলায় প্রতিভাবান শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংবাদিক সম্মেলনের একেবারে শেষে স্থানীয় পুরমাতা মৌসুমি দাস দক্ষিণ কলকাতা বই মেলায় প্রতিভাবান শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে জানাতে গিয়ে বলেন- “আমাদের ওয়ার্ডে যেসব শিশুরা আছে যারা খুবই প্রতিভাবান তারা সেইভাবে কোনও প্ল্যাটফর্ম পায় না, বইমেলায় সেই প্ল্যাটফর্ম পাচ্ছে। প্রতিদিন সাতটা থেকে রাত ন’টা তারা অনুষ্ঠান করবে। আমরা এ ব্যাপারে একটা তালিকা তৈরি করেছি। নাচ, গান, আবৃত্তি সবই থাকছে। সব মিলিয়ে একটা জমজমাট বইমেলা হবে।গিল্ডকে এজন্য অনেক ধন্যবাদ জানাই।”

Published on: এপ্রি ১২, ২০২৩ @ ২৩:৪৪


শেয়ার করুন