কলকাতা মেট্রো ইতিহাস গড়ল, ভারতে সর্বপ্রথম নদীর নীচ দিয়ে মেট্রো রেক চালালো

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: এপ্রি ১৩, ২০২৩ @ ০১:৪০

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ এপ্রিল: বাংলা নববর্ষের আগেই সুখবর দিল কলকাতা মেট্রো। খুব শীঘ্রই এস্প্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। তার আগে আজ নদীর তলা দিয়ে মেট্রো রেক চালিয়ে ভারতে এক নয়া ইতিহাস গরে ফেলল কলকাতা মেট্রো রেল।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দীর্ঘ কয়েক বছর ধরে কাজ চলেছে।অনেক প্রতিকূল পরিস্থিতি এড়িয়ে এদিন মেট্রো রেল তাদের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। নির্বিঘ্নেই এদিন নির্দিষ্ট সময়ে নদীর তলা দিয়ে মেট্রো রেলের রেক পৌঁছে যায় হাওড়া ময়দান স্টেশনে। এখন কয়েক মাস এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত নিয়মিত পরীক্ষা চালানো হবে বলে মেট্রী রেস সূত্রে জানানো হয়েছে।

জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি এই ট্রায়াল রানকে কলকাতা ষরের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন। হাওড়া ময়দান স্টেশনে পৌঁছেই তিনি সংবাদ মাধ্যমকে বলেন- সবচেয়ে গভীর স্টেশন, যার গভীরতা ৩৩মিটার। এখন এভাবে নিয়মিত ট্রায়াল রান চলবে। আগামী সাত মাস এভাবে চলার পর সেফটি সার্টিফিকেট দেওয়া হবে। তারপরেই নিয়মিত চলাচলের জন্য অনুমতি দেওয়া হবে।

Published on: এপ্রি ১৩, ২০২৩ @ ০১:৪০


শেয়ার করুন