৫ MOST WANTED জঙ্গি ছিল ইন্ডিয়ান এয়ার ফোর্সের নিশানায়

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০১৯ @ ২৩:৫২

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতের আজকের ইন্ডিয়ান এয়ার ফোর্সের এয়ার স্ট্রাইক-এ পাকিস্তানের ভিতর ঘাঁটি গেড়ে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। বহু জঙ্গি মারা গেছে। এই অভিযানে ভারতের নিশানায় ৫ মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল। এই অভিযানে জৈশের সবচেয়ে বড় ক্যাম্প ধ্বংস হয়ে গেছে।

এদিনের ভারতীয় বায়ুসেনার হানায় যে ৫ জন মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিলে তারা হল-

  • মৌলানা অম্মর- জৈশের প্রধান মাসুদ আজহারের ভাই যে কাশ্মীর এবং আফগানিস্তানে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত
  • মৌলানা তলহা স্যেফ- মাসুদ আজহারের ভাই যে ছিল জৈশের প্রচার বিভাগের দায়িত্বে
  • মুফতি আজহার খান কাশ্মীরী- কাশ্মীর অপারেশনের নেতা
  • ইব্রাহীম আজহার-মৌলানা মাসুদ আজহারের বড় ভাই
  • ইউসুফ আজহার- মাসুদ আজহারের শ্যালক ও প্রশিক্ষন কেন্দ্রের প্রধান

এদিন পুলওয়ামা হামলার বদলা নিতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের জোয়ানরা পাক অধিকৃত কাশ্মীরের (POK) ভিতর ঢুকে গিয়ে তাদের জঙ্গিদের ঘাঁটিতে ১০০০ কেজি বোমা ফেলে দিয়ে আসে। যার ফলে সেখানে থাকা সমস্ত জঙ্গি ঘাঁটি একেবারে ধুলিসাত হয়ে যায়।

পাকিস্তানের বালাকোটে জৈশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্প ছিল। যা মৌলানা মাসুদ আজহারের ছত্রছায়ায় থেকে মৌলানা ইউসুফ আজহার চালাত। তার দ্বিতীয় নাম ছিল উস্তাদ গৌরী। সে স্মপর্কে মাসুদ আজহারের শ্যালক ছিল। কিন্তু সে কোনওদিনই লাইম লাইটে আসে নি। তার নামও খুব বেশি শোনা যায়নি। ১৯৯৯ সালের কান্দহার বিমান অপহরণ মামলাতে এই ইউসুফ জড়িত ছিল বলে অভিযোগ ছিল। সে অপহরণকারীদের দলকে নেতৃত্ব দিয়েছিল। মাসুদকে ছেড়ে দেওয়ার পর থেকে সে জৈশে ভর্তির দায়িত্ব সামলাত। পরে মাসুদ তাকে সংগঠনের দায়িত্ব দিয়েছিল সেই সঙ্গে ক্যাম্প দেখাশোনার গুরু দায়িত্বও সঁপেছিল। ইউসুফ মঙ্গলবার ইন্ডিয়ান এয়ার ফোর্সের এয়ার স্ট্রাইকে মারা যায়। তার সঙ্গে জৈশের অন্য শীর্ষ নেতা ও কম্যান্ডারও খতম হয়েছে বলে খবর মিলেছে।

গোয়েন্দা সংস্থার কাছ থেকে এক খবর মিলেছিল যে ১২ দিন আগে পুলওয়ামায় হামলার পর জৈশ-ই-মহম্মদ ফের ভারতে বড় ধরনের হামলার ষড়যন্ত্র করেছিল। এরই মধ্যে ভারতীয় বায়ুসেনা জৈশের সব চেয়ে বড় ট্রেনিং ক্যাম্পে এক তরফা হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয় বলা বিদেশ সচিব গোখলে এক সর্বভারতী হিন্দি টিভি নিউজ চ্যানেলকে জানিয়েছেন।

Published on: ফেব্রু ২৬, ২০১৯ @ ২৩:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 + = 36