ফের ভারতী ঘোষের বিরুদ্ধে নয়া মামলা সিআইডি-র

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

Published on: আগ ১৯, ২০১৮ @ ১৭:৪৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৯ আগস্টঃ এর আগের মামলা এখনও চলছে। সিআইডি পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে।এরই মধ্যে সিআইডি তদন্তে নেমে জানতে পেরেছে ভারতী ঘোষের সম্পত্তির যা হিসেব আছে তা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন। এরপরই সিআইডি প্রাক্তন এই আইপিএস অফিসারের বিরুদ্ধে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করে মেদিনীপুর শহরের কোতয়ালি থানায়। যেখানে নাম আছে তাঁর দেহরক্ষী সুজিত ও বাড়ির কেয়ারটেকার রাজমঙ্গলেরও।

সিআইডি সূত্রে প্রকাশ, ভারতী ঘোষ চাকরি ছেড়ে দেওয়ার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে।  তখন তারা জানতে পারে ২০১২ সালে ভারতী ঘোষের দেওয়া সম্পত্তির হিসাবের চেয়ে ২০১৮ সালে দেখানো হিসাবের পরিমান অনেক বেশি। তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২০ শতাংশ। যা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এরপরই সিআইডি মামলা রুজু করার সিদ্ধান্ত নেয়।

যদিও ভারতী ঘোষ এই ঘটনার পর এক অডিও বার্তা ছেড়েছেন। যেখানে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে বর্তমান রাজ্য সরাক্র একের পর এক মিথ্যে মামলা করে চলেছে। এটাও এক মিথ্যে মামলা। তিনি এই অডিও বার্তায় দাবি করেন, তাঁর কোনও কালো টাকা নেই। তাঁর কোনও বেআইনি সম্পত্তি নেই। য়ায় বহির্ভূত কোনও সম্পত্তি নেই। এবার তিনি নিজেই হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সমস্ত নথিপত্র দিয়ে য়াবেদন করবেন যে তারা যেন তাঁর সম্পত্তির হিসাবের তদন্ত করে জানায়। তিনি আরও অভিযোগ করেন, আসলে বর্তমান শাসক দল সিআইডি-কে তার পিছনে লাগিয়ে দিয়েছে যাতে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে না পারেন।

Published on: আগ ১৯, ২০১৮ @ ১৭:৪৬

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

62 + = 71