দুটি হরিণের মাথা পাচার করতে গিয়ে জওয়ানদের খপ্পরে দুই যুবক

Main দেশ বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২৬, ২০১৮ @ ২৩:৩৪

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৬সেপ্টেম্বরঃ ভেবেছিলেন ওয়াগনর গাড়িতে করে অনায়াসে কাজ হাসিল করে ফেলবে তারা দুজন।কিন্তু সেটা হল না জওয়াদের তৎপরতায়।বাগডোগরা থেকেই দুটি হরিণের মাথা সমেত দুই যুবককে হাতেনাতে আটক করেন এসএসবির জওয়ানরা।

ধৃত দুই যুবকরা হল বাগডোগরার বাসিন্দা সঞ্জিৎ মন্ডল ও দক্ষিণ বাগডোগরার শম্ভু দেব। গোপন সুত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রানিডাঙার ৪১নম্বার ব্যাটিলিয়ানের একটি দল বাগডোগরা অঞ্চল থেকে একটি ওয়াগনর গাড়িকে আটক করে।গাড়ি থেকে দুইটি হরিণের সিং-সহ মাথা উদ্ধার করে।এগুলি তারা বন দফতরের হাতে তুলে দেয়। আর ধৃত দুইজনকে জেলা পুলিশের হাতে হস্তান্তর করে। দু’জনকেই আজ আদালতে তোলা হয়।

Published on: সেপ্টে ২৬, ২০১৮ @ ২৩:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − = 4