আক্রান্ত পুলিশ, লালগড়ে বনধের সমর্থনে মাওবাদীদের নামে পড়ল পোস্টার

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বরঃ পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বুধবার বনধকে ঘিরে একাধিক ঘটনা ঘটে গেল। কোথাও পুলিশ আক্রান্ত হল। কোথাও গাড়িতে করে অস্ত্র মিছিল করতে দেখা গেল। আবার কোথাও মাওবাদীদের নাম করে বনধের সমর্থনে পোস্টার পড়তেও দেখা গেল।

মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার মণিদহ হাইস্কুল বন্ধ করতে আসে বনধ সমর্থনকারীরা। সেসময় সেখানে হাজির হয়ে বনধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। সেখানে পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়। বেশ কয়েকজন পুলিশ আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে সাব ইন্সপেক্টর অনিল কুমার লামার অবস্থা সংকটজনক।

গোপীবল্লভপুর সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে পঠন-পাঠন চলার সময় বিজেপির সমর্থকরা কলেজের ভিতর ঢুকে পড়ে। ছাত্র-ছাত্রী, অধ্যাপকদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপর তারা কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয়। এইসময় চার কলেজ পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের অভিযোগ, ঝাড়খণ্ড রাজ্য থেকে প্রায় দেড় হাজার মানুষকে নিয়ে এসে অস্ত্র উঁচিয়ে মিছিল করে তাণ্ডব চালিয়েছে বিজেপি।

বনধের সমর্থনে লালগড়ে মাওবাদীদের নামে পোস্টার পড়া নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। ঐ পোস্টারে লেখা ছিল- বুধবারের বাংলা বনধ পালন করুন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। পোস্টারটি কে বা কারা দিল।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 78 = 84