প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মান দিয়েছেন তার মর্যাদা দিতে এই কাজগুলির উপর গুরুত্ব দিতে চলেছেন প্রতিমন্ত্রী রাসেল

Main বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

সংবাদদাতা-ইবতিসাম রহমান

Published on: জানু ৯, ২০১৯ @ ২১:৫৫

এসপিটি নিউজ ঢাকা, ৯ জানুয়ারিঃ এতদিন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরসভাপতির দায়িত্ব সামলেছেন। আর সেটা যে তিনি গত দশ বছরে সাফল্যের সঙ্গে চালিয়েছেন সেটা বুঝেছেন প্রধানমন্ত্রী তথা তাঁর নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর তাই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব ভার তুলে দিয়েছেন গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত দলের নবীন সাংসদ জাহিদ আহসান রাসেলের হাতে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এই সম্মানকে যথাযথ মর্যাদা দিতে বেশ কিছু কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা ভেবে রেখেছেন। সেকথা তিনি জানিয়েও দিলেন সর্বসমক্ষে।

প্রতিমন্ত্রী রাসেল যে কাজগুলিকে গুরুত্ব দিচ্ছেন তা হল- ১)প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অসমাপ্ত কাজ শেহ করা এবং জনগনের উন্নয়নে কাজ করে যাওয়া। পাশাপাশি, ২) মাদকমুক্ত রাষ্ট্র ও সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলায় বেশি করে সক্রিয় করতে সবাইকে আরো বেশি কাজ করা।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জাহিদ আহসান রাসেল বলেন, “গত ১০ বছর এ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগাতে সকলের সহযোগিতার প্রয়োজন হবে। খেলাধুলার জন্য প্রশিক্ষণের উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তাহারে বেকারদের কর্মসংস্থানের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে হবে।”

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ মন্ত্রণালয়ের কর্মকান্ডের একটি সংক্ষিপ্ত চিত্র প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতরের কর্মকর্তা কমচারীদের পক্ষ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তার আগেরদিন সোমবার বঙ্গ ভবন থেকে শপথ নিয়ে গভীর রাতে তিনি নিজের গ্রাম গাজীপুরের পূবাইলে হায়দরাবাদ গ্রামে পৌঁছে উপস্থিত মানুষদের উদ্দেশ্য জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন এবং আহ্সান উল্লাহ মাস্টারের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমার প্রথম কাজ হবে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করণ এবং জনগণের সহযোগিতা নিয়ে দেশের উন্নয়নে কাজ করা।’ এর আগে রাসেল শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির সমাধিতে ফুল দিয়ে সেখানে জিয়ারত করেন।

অনুষ্ঠান শেষে টঙ্গীর নোয়াগাঁও হাইস্কুল মাঠে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Published on: জানু ৯, ২০১৯ @ ২১:৫৫

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2