তৃতীয় দফার ভোটের আগে মেদিনীপুরের জঙ্গলে ল্যান্ডমাইন, কোথা থেকে এল- প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ২২, ২০১৯ @ ২১:৪৮

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২ এপ্রিল: এখন মাওবাদীদের টিকিও খুঁজে পাওয়া যায় না। অথচ ল্যান্ডমাইন কোথা থেকে এল? এই প্রশ্ন এখন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তৃতীয় দফার লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার ধেরুয়া অঞ্চলের সুন্দরলোটা জঙ্গল থেকে দুটি ল্যান্ড মাইন উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গাছের গোড়ায় মাটি চাপা দেওয়া ল্যান্ডমাইন

পুলিশ জানিয়েছে, স্থানীয় এক বাসিন্দা রবিবার বিকালে সুন্দরলোটার জঙ্গলে একটি গাছ কাটছিলেন।সেই সময় গাছের গোড়ায় তিনি মাটি চাপা দেওয়া অবস্থায় দুটি ল্যান্ডমাইন দেখতে পান।এরপর তিনি ফোন করে গুড়গুড়িপাল থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে গুড়গুড়িপাল থানার পুলিশ।রবিবার সারারাত গোটা এলাকা ঘিরে রাখে তারা।সোমবার সকালে বোম স্কোয়াডের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ল্যান্ডমাইন দুটি নিষ্ক্রিয় করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুটি ল্যান্ডমাইন পুরনো হলেও খুবই শক্তিশালী ছিল। কারা কি কারণে ল্যান্ডমাইনগুলি সুন্দরলোটার জঙ্গলে মাটির গর্ত করে চাপা দিয়ে রেখেছিল তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ ।একসময় মাওবাদীদের আঁতুড়ঘর ছিল ওই এলাকাটি। তাই সেখানে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

Published on: এপ্রি ২২, ২০১৯ @ ২১:৪৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1