তুষারপাতের মধ্যেই কেদারনাথের মন্দিরের দ্বার বন্ধ হল, ছিলেন উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা

দেশ ধর্ম
শেয়ার করুন

Published on: নভে ১৬, ২০২০ @ ১৩:০২

এসপিটি নিউজ ডেস্ক:   গতকালই বন্ধ হয়েছে গঙ্গোত্রী ধামের দ্বার। আর আজ ভাই ফোঁটার পুণ্য লগ্নে বাবা কেদারনাথের মন্দিরের দ্বার বিধি অনুসারে বন্ধ করা হল শীতের জন্য। আগামী ছয় মাস ভক্তরা উখিমঠের পঞ্চগদ্দিতে অবস্থিত ওঙ্কারেশ্বরের মন্দিরে দর্শন করতে পারবেন। সেখানেই তিনি অবস্থান করবেন। এদিন মন্দিরের দরজা বন্ধ হওয়ার সময় তুষারপাত হচ্ছিল। কেদারধামে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা।

ভোর তিনটে থেকে মন্দিরে শুরু হয় পূজার্চ্চনা

কর্মসূচির অংশ হিসাবে ভোর 3 টা থেকে মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। প্রধান পুরোহিত শিব শঙ্কর লিঙ্গ পুজো করেন। সকাল সাড়ে 8 টার দিকে পুলিশ প্রশাসন, দেবস্থনম বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে মন্দিরের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল।এরপর  কেদার বাবার উৎসব ডোলি মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করে।  তারপরে কেদার বাবার ডোলি রামপুরে প্রথম দিনের যাত্রার উদ্দেশ্যে রওনা হয়ে যায়।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত উপস্থিত এই সময় কেদারনাথ ধামে ছিলেন। সেনাবাহিনীর সুরেলা ব্যান্ডে গোটা ধাম হয়ে ওঠে আরও সুন্দর।

বাবা কেদারনাথের যাত্রা পথ

এ উপলক্ষে আজ প্রায় দেড় থেকে দুই হাজার ভক্ত উপস্থিত ছিলেন, আজ প্রথম দিন প্রভুর ডোলি রামপুরে বিশ্রাম করভে। দ্বিতীয় দিন গুপ্তকাশি বিশ্বনাথ মন্দিরে থাকবেন। পরের দিন অর্থাৎ 18 নভেম্বর, ভগবান কেদারনাথকে পঞ্চগদ্দিতে উখিমঠে ওকারেশ্বর মন্দিরের সিংহাসনে বসানো হবে, যেখানে ভক্তরা ছয় মাস ভোলা বাবাকে দেখতে পাবে। এদিন মন্দির বন্ধের সময় কেদারনাথে প্রচণ্ড তুষারপাত হয়। রবিবার রাত থেকেই কেদারনাথে হালকা বৃষ্টি এবং তুষারপাত চলছিল, তবে সকাল চারটা থেকে তুষারপাত অব্যাহত, ছয় ইঞ্চি উপরে বরফ জমেছে।

Published on: নভে ১৬, ২০২০ @ ১৩:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =