পুরুলিয়ায় তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে

Main আবহাওয়া
শেয়ার করুন

Published on: এপ্রি ১১, ২০২২ @ ২০:০৩

এসপিটি নিউজ, কলকাতা, ১১ এপ্রিল:  গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আর তারই উষ্ণতায় ফুটছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলি। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, আগামী পাঁচদিনেও দক্ষিণবংগের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতেই থাকবে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার দার্জিলিং, কালিম্পং জেলার বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে রাজ্যের অন্য কোথাও বড় কোনো পরিবর্তন ঘটেনি।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উপ-হিমালয় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে এক বা দুটি স্থানে প্রশংসনীয়ভাবে হ্রাস পেয়েছে; গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-এক জায়গায় তাপমাত্রা প্রশংসনীয়ভাবে পড়েছে; উপ-হিমালয় পশ্চিমবঙ্গের সমতল অঞ্চলে এক বা দুটি স্থানে চিহ্নিত বৃদ্ধির সাথে প্রশংসনীয়ভাবে বেড়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম ও উপকূলীয় অংশে এক বা দুই জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল; উপ-হিমালয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় স্বাভাবিকের চেয়ে কম; গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশে এক বা দুই জায়গায় স্বাভাবিকের নিচে এবং রাজ্যের অন্যত্র স্বাভাবিক ছিল।

এই অঞ্চলের সমতল ভূমিতে পুরুলিয়া (পুরুলিয়া) এ সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামী পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

সোমবার 11 এপ্রিল (দিন-1) 1) উপ-হিমালয় পশ্চিমবঙ্গের জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে৷ 2) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার এক বা দুই জায়গায় তাপপ্রবাহের অবস্থা থাকতে পারে।

মঙ্গলবার 12 এপ্রিল (দিন-2) 1) উপ-হিমালয় পশ্চিমবঙ্গের জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে৷ 2) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার এক বা দুই জায়গায় তাপপ্রবাহের অবস্থা থাকতে পারে।

বুধবার 13 এপ্রিল (দিন-3) 1) উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (7-11 সেমি) হতে পারে৷ 2) সাব হিমালয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক বা দুটি জায়গায় বজ্রঝড়, বজ্রপাত সহ শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া (বেগ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায়) হতে পারে।3) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে।

বৃহস্পতিবার 14 এপ্রিল (দিন-4) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে৷

শুক্রবার 15 এপ্রিল (দিন-5) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে।

Published on: এপ্রি ১১, ২০২২ @ ২০:০৩


শেয়ার করুন