Breaking News : থাই এয়ারওয়েজ ১ জানুয়ারি, ২০২৩ এ কলকাতা থেকে পুনরায় ফ্লাইট চালু করছে

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৯, ২০২২ @ ২৩:৪৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ আগস্ট: করোনা মহামারীর পর থেকে কলকাতা বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছিল। চালু করা হয়েছিল থাই স্মাইল-এর পরিষেবা। অবশেষে থাই এয়ারওয়েজ পুনরায় তাদের কলকাতা পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া’র চেয়ারম্যান (পূর্ব) অনিল পাঞ্জাবি জানিয়েছেন- তার কাছে এই খবর আসার পর তিনি কলকাতায় থাই এয়ারোয়েজের প্রতিনিধির সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন। তিনি খবরের সত্যতা স্বীকার করেছেন।

কবে থেকে চালু হতে চলেছে কলকাতা থেকে থাই এয়ারওয়েজের পরিষেবা

আগামী চার মাস বাদেই কলকাতা বিমানবন্দর থেকে উড়বে থাই এয়ারওয়েজের বিমান। শুরু হয়ে গেছে প্রস্তুতি। ১ জানুয়ারি, ২০২৩  থেকে থাই এয়ারওয়েজ পুনরায় তাদের পরিষেবা চালু করছে কলকাতা বিমানবন্দর থেকে। এই পরিষেবা চালু হয়ে গেলে থাইল্যান্ডগামী যাত্রীদের অনেক সুবিধা হবে। তারা আগের মতোই কলকাতা থেকে থাইল্যান্ডের নির্দিষ্ট শহরগুলিতে পৌঁছতে পারবেন। এর ফলে থাইল্যান্ড পর্যটন বিভাগ কলকাতা থেকে পর্যটক টানতে পারবে।

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবির কাছে আসে খবরটি

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবির কাছে খবরটি। তিনি এসপিটি-কে ব্রেকিং নিউজ দেন। তিনি বলেন- এজেন্টদের কাছে খবরটা আসতেই তারা জানায়। এরপর আমি খবরের সত্যতা যাচাই করতে ফোন করি থাই এয়ারওয়েজের প্রতিনিধিকে। তিনি খবরের সত্যতা স্বীকার করেন। নিশ্চিত করেন যে কলকাতা বিমানবন্দর থেকে আগামী ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে পুনরায় উড়ান পরিষেবা চালু হচ্ছে। এতে থাইল্যান্ড ভালো ব্যবসা পাবে। এখানে রয়্যাল থাই কনস্যুলেট অফিস আছে। তাছাড়া কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। দীর্ঘদিন ধরে এখানে থাই এয়ারওয়েজ তাদের পরিষেবা দিয়েছে সাফল্যের সঙ্গে।কিন্তু আচমকা তারা কলকাতা থেকে পরিষেবা বন্ধ করে দেয়। চালু হয় থাই স্মাইল। কিন্তু যাত্রীরা থাই স্মাইলকে সেভাবে নিচ্ছিলেন না। এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল থাইল্যান্ড। এরই মধ্যে আবার মালয়েশিয়া এয়ারলাইন্স, ক্যাথে এয়ারলাইন্স কলকাতা থেকে চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে। এই খব নিশ্চয় গেছে থাইল্যান্ডের কাছে। আর তা নিয়ে তারা সব দিক বিবেচনা করে দেখেছে যে এবার এই দুই এয়ারলাইন্স চলে এলে লাভবান হয়ে যাবে তারা। ক্ষতির মুখে পড়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। কারণ, ইতিমধ্যে থাই স্মাইলের পারফরম্যান্স খুব ভালো নয়। ইতিপূর্বে তারা ১৫টি উড়ান বাতিল করেছে যাত্রী না পাওয়ার জন্য। এসব দিক বিবেচনা করেই সম্ভবত থাই এয়ারওয়েজ পুনরায় তাদের কলকাতা পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

থাই এয়ারওয়েজ সম্পর্কে জেনে রাখুন

থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পাবলিক কোম্পানি লিমিটেড, টিএইচএআই হিসাবে যারা ট্রেডিং করে  থাই  হলো থাইল্যান্ডের একটি ফ্ল্যাগ ক্যরিয়ার বিমান পরিবহন সংস্থা। ১৯৮৮ সালে গঠিত, এই বিমান পরিবহন সংস্থার কর্পোরেট সদর দফতর, ভিভাভাদী রাংসিত রোড, চাতুচাক জেলা, ব্যাংকক এ অবস্থিত, এবং প্রাথমিকভাবে সুবর্ণভূমি বিমানবন্দর থেকে তারা তাদের বিমান পরিসেবা পরিচালনা করে| থাই হলো স্টার এলায়েন্স এর প্রতিষ্ঠাতা সদস্য| এই বিমান সংস্থা টি ৪৯% শেয়ার নিয়ে কম খরচে ক্যারিয়ার নক এয়ার এর বৃহত্তম অংশীদার। এটা নতুন এয়ারবাস এ৩২০ বিমান ব্যবহার করে ২০১২ সালের মাঝখানে থাই স্মাইল নামে একটি আঞ্চলিক ক্যারিয়ার চালু করে।

Published on: আগ ১৯, ২০২২ @ ২৩:৪৭


শেয়ার করুন