তাডোবার রানী মায়া, শাবককে মুখে নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি

Main দেশ বন্যপ্রাণ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ৩, ২০২২ @ ১১:৪৪

এসপিটি নিউজ: সুন্দরবনের পর এবার তাডোবাতেও দেখা মিলল নতুন অতিথির। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে তাড়োবার রানী মায়া মুখে করে তার শাবককে নিয়ে হেঁটে চলেছে জঙ্গলের ভিতর দিয়ে। শাবকটি সদ্য জন্ম নিয়েছে বলে মনে করা হচ্ছে। সুন্দরবনেও কয়েক দিন আগে এক বাঘিনীকে দুটি শাবককে নিয়ে খাঁড়ির পাশে বসে থাকতে দেখা গিয়েছিল। এবার মহারাষ্ট্রের তাডোবাতেও দেখা গেল বাঘিনী তার শাবককে মুখে করে কোনও নিরাপদ আশ্রয়ের খোঁজে চলেছে। এই ঘটনা ভারতে বাঘ সংরক্ষনের জন্য অত্যন্ত শুভ দিক। দেশে বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য এটি অত্যন্ত সহায়ক বলে মনে করছে বিশেষজ্ঞরা।

কোর জোনে দেখা গেল

মহারাষ্টের আন্ধারী টাইগার রিজার্ভে তাডোবার রানী মায়া অত্যন্ত পরিচিত সকলের কাছে। যারা তাডোবায় যায় তারা চেষ্টা করে কোনওভাবে যদি মায়ার দর্শন পাওয়া যায়। তাডোবার জঙ্গলের শোভা বাড়ায় এই বাঘিনী। সম্প্রতি জঙ্গলের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বাঘিনী মায়া মুখে করে তার শাবককে নিয়ে হেঁটে চলেছে জঙ্গলের পথ ধরে। সৌভাগ্যবান পর্যটকরা সকালে তাডোবায় কোর জোনের কোলারা গেট থেকে সাফারির সময় এই দৃশ্য ক্যামেরা বন্দি করে। তারা দেখেতে পায় বিশ্ব-বিখ্যাত এই বাঘিনীকে।

বাঘ বিশেষজ্ঞরা কি বলছেন

বাঘ বিশেষজ্ঞদের কথায়, বাঘের শাবক ছোট, অন্ধ এবং দুর্বল হয়ে জন্মায়। এই বয়সে তারা বিপদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।তাই মা বাঘিনী তার শাবকদের অত্যন্ত যত্নে রাক্ষে। এমনকি, তাদের খুবই সাবধানে অত্যন্ত গোপনে লোকচক্ষুর অন্তরালে একেবারে নিরাপদ স্থানে নিয়ে যায়। এই সময় তাদের উপর যাতেকারও নজর না লাগে সেদিকেও তারা খুবই সতর্ক থাকে। শাবকদের মুখে করে ইয়ে যাওয়ার সময় তারা কোনও কোলাহল কিংবা বাধা পছন্দ করে না।তখন তারা অত্ন্য বিপদজনক। নিজের শাবককে বাঁচানোর জন্য তারা সব কিছু করতে পারে।

পর্যটকদের কাছে এই দৃশ্য অত্যন্ত বিরল

তাই মুখে করে শাবককে নিয়ে যাওয়ার সময় বাঘিনীকে ওই অবস্থায় দেখা যে কোনও পর্যটকের কাছে অত্যন্ত সৌভাগ্যের এবং অবশ্যই ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে বিরলও। বাঘিনী এই সময় সকলের দৃষ্টি এড়িয়ে চলতে পছন্দ করে।কারণ, জঙ্গলে, চিতাবাঘ এবং বন্য কুকুরের থেকে নিজের শাবকদের বাঁচাতে বাঘিনী সবসময় সতর্ক থাকে। যতক্ষন পর্যন্ত শাবকগুলি হাঁটাচলা করতে না শিখছে ততক্ষন পর্যন্ত বাঘিনী তাদের প্রতি কড়া নজর রাখে।

Published on: নভে ৩, ২০২২ @ ১১:৪৪


শেয়ার করুন