ডিবালাঃ বিশ্ব ফুটবলের ইতিহাসে মেসি হলেন সর্বশ্রেষ্ঠ

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ৪, ২০১৮ @ ০৮:২০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ এর আগে তাঁর সমকক্ষ বেশ কয়েকজন বিখ্যাত খেলোয়াড় তাঁকে সেরা বলে স্বীকার করে নিয়েছেন। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের এক নির্ভরযোগ্য সতীর্থের কাছ থেকে তিনি সব থেকে সেরা প্রশংসা পেলেন।জুভেন্তাসের সুপারস্টার পাওলো ডিবালা বিশ্বাস করেন-বিশ্ব ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি হলেন সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।

চারদিন আগেই দূরন্ত ফর্মে মেসি হাইতিকে ছিন্নভিন্ন কর দেন। হ্যাটট্রিক করে দেশের মানুষের মনে তাঁর প্রতি ভরসা বাড়িয়ে দেন। শুধু দেশবাসী নয়, আর্জেন্টিনা দলে তাঁর সতীর্থদের মধ্যেও বেড়েছে আরও বেশি আস্থা। বেলিসেলস্টে গত বুধবার হাইতিকে ৪-০ ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। যে ম্যাচে দুর্দান্ত ফর্মে দেখা গেছে মেসিকে। হ্যাট্রিক করে তিনি দেশ ও দলের সতীর্থদের সুনাম কূড়িয়েছেন। যে ম্যাচে মেসির সঙ্গে আরও একটি গোল করেছেন সতীর্থ সার্জিও অ্যাগুয়েরা।

ওই ম্যাচের পর জুভেন্তাসের ফরোয়ার্ড তাঁর সতীর্থ ও অধিনায়ককের প্রশংসা করেন,  যার ফলে গোটা দল তাদের সর্বশক্তি উজাড় করে দিয়ে মেসিকে ২০১৮ ফিফা বিশ্বকাপ জয় করতে সাহায্য করবে।

“মেসির সাথে প্রশিক্ষণ এবং প্রতিদিন তাঁকে দেখার সুযোগ থাকাটা দলের সকলের কাছেই এক অবিশ্বাস্য ব্যাপার। এমন একজন মহান খেলোয়াড়কে কাছ থেকে দেখা তাঁর সঙ্গে সময় কাটানো তাঁর অনুশীলনের ধরন সম্পর্কে অনেক কিছু জানা এটা এক বিরাট ব্যাপার। আপনি তাঁর এসব দিক থেকে অনেক কিছু শিখতে পারেন,” বলেন ডিবালা।

তিনি আরও বলেন, “আমরা সবাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে চাই। এটা সহজ হবে না, তবে আমাদের কাছে ফুটবল ইতিহাসের এক সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় রয়েছে এবং তাই আমরা এটি অর্জনের জন্য সবকিছুই করব।আমরা লিওকে আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে যাব। যা সকলের জন্য চমৎকার হবে। আমরা যেখানেই থাকি সেখানেই আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব।”

“ফুটবল ইতিহাসের এই মহান খেলোয়াড় আমাদের সঙ্গে আছেন। আমরা সকলেই জানি তাঁর স্বপ্নটি অনেক বড়। আর তা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন।এটা আমাদের কাছেও এক বড় স্বপ্ন।” বলেন পাওলো ডিবালা।

Published on: জুন ৪, ২০১৮ @ ০৮:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =