ভারতীয় বিমান ক্ষেত্রে 2020 সালে মার্চ-সেপ্টেম্বরে 39 হাজারেও বেশি মানুষ চাকরি হারিয়েছে-বলছে সরকারি তথ্য

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

Published on: ফেব্রু ৫, ২০২১ @ ২৩:১৪

এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারি:  করোনা মহামারী সারা বিশ্বেই চরম সংকট তৈরি করেছে। একদিকে যেমন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ঠিক তেমনই চাকরি হারিয়েছে বহু মানুষ। ভারতীয় বিমান শিল্পে 2020 সালে শুধুমাত্র মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাকরি হারিয়েছে 39 হাজারেরও বেশি মানুষ। এমনই তথ্য প্রকাশ করেছে সরকার।

সরকারি ওই তথ্যের রিপোর্ট অনুযায়ী, 2020 সালে মার্চ থেকে সেপ্টেম্বর মাসে ভারতীয় বিমানবন্দরে মোট 19 হাজার 247 জন মানুষ চাকরি হারিয়েছে। যার মধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সিতে বেকার হয়েছে 12 হাজার 646 জন। বিমানসংস্থায় চাকরি গেছে 6 হাজার 981 জনের। এছাড়াও এই সাত মাসে মোট 170 জন কার্গো অপারেটরদেরও কাজ চলে গেছে।

গত 3 ফেব্রুয়ারি কেন্দ্রীয় নাগরিক বিমান মন্ত্রক এই তথ্য রাজ্যসভায় ভাগ করে নিয়েছিল।

বিমানসংস্থাগুলিতে 2020 সালের 31 মার্চ-এ কর্মসংস্থান 74 হাজার 887 থেকে কমে 30 সেপ্টেম্বর এসে দাঁড়িয়েছে 67 হাজার 906-এ। একইভাবে বিমানবন্দরগুলিতে কর্মসংস্থান 2020 সালের 31 মার্চ থেকে 67 হাজার 760 থেকে কমে 30 সেপ্টেম্বরে দাঁড়িয়েছে 48 হাজার 513। গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সিগুলিতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সেখানেও এই ক’মাসে কর্মসংস্থান  37 হাজার 720 থেকে কমে হয়েছে 25 হাজার 74।  কার্গো অপারেটরদের কর্মসংস্থান একইভাবে সংকুচিত হয়েছে। সেখানেও তথ্য বলছে 9 হাজার 555 থেকে কমে দাঁড়িয়েছে 9 হাজার 385।

সুতরাং, বিমান সংস্থাগুলির 9.3 শতাংশ কর্মশক্তি, বিমানবন্দরে 28.4 শতাংশ কর্মী, গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সিগুলির 33.5 শতাংশ এবং কার্গো অপারেটরদের 1.8 শতাংশ কর্মশক্তি চাকরি হারিয়েছে।

COVID-19 মহামারীর সূত্রপাতের কারণে 2020 সালে 25 মে পর্যন্ত দুই মাসের জন্য দেশীয় যাত্রী বিমানগুলি স্থগিত করেছিল। অভ্যন্তরীণ উড়ানগুলি পর্যায়ক্রমে পুনরায় শুরু হয়েছিল প্রথম পর্যায়ে 33 শতাংশ ক্ষমতা সম্পন্ন বিমান ভাড়া পরিচালনার অনুমতি নিয়ে।

2020 সালের মার্চ-ডিসেম্বরে, অভ্যন্তরীণ বিমানের যাত্রী ট্রাফিক বছরে 68,5 শতাংশ হ্রাস পেয়েছে, যা আগের বছরের প্রায় 12 কোটি যাত্রী থেকে কমে এসেছে প্রায় 3.78 কোটি।বর্তমানে, বিমান সংস্থাগুলি অভ্যন্তরীণ বিমানগুলির জন্য 80 শতাংশ পর্যন্ত ক্ষমতা পরিচালনা করতে পারে।প্রথমদিকে বিদেশে আটকা পড়া ভারতীয়দের জন্য বন্দে ভারত মিশনের আওতায় এবং এখন দেশ-নির্দিষ্ট ভিসা বিধিনিষেধে বিমান ভ্রমণ বুদ্বুদের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক বিমানগুলির পরিষেবা আবার শুরু হয়েছে।

2020 সালের মার্চ-ডিসেম্বর মাসে আন্তর্জাতিক বিমানের যাত্রীবাহী ট্র্যাফিক 90,6  শতাংশ হ্রাস পেয়েছে, যা আগের বছরের একই সময়ে প্রায় 2 কোটি যাত্রী থেকে কমে হয়েছে 18.55 লক্ষ।

Published on: ফেব্রু ৫, ২০২১ @ ২৩:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =