ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় হবে, চাকরি পাবেন জঙ্গলমহলের ভালো খেলোয়াড়রা-জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল 

Published on: ফেব্রু ১৫, ২০১৮ @ ২১:২৮              

এসপিটি নিউজ, বেলপাহাড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়ির সভায় ছিলেন কল্পতরু।ঝাড়গ্রাম নতুন জেলা হওয়ায় তার জন্য তিনি জেলার মানুষদের জন্য একাধিক পরিষেবার কথা তুলে ধরেন। আর তখনই তিনি বলেন, এখানকার ছেলেমেয়েরা পড়াশুনোয় খুব ভাল। তাই তাদের কথা চিন্তা করে সরকার এবার এই জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। সেই সঙ্গে তিনি এদিন জঙ্গলমহল কাপে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের প্রত্যেককে সিভিক পুলিশে চাকরি দেওয়ার কথা পুনরায় ঘোষণাও করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা জানেন আমাদের সরকার আসার পর ঝাড়গ্রাম জেলাকে আলাদা জেলা হিসেবে তৈরি করা হয়েছে। যেটা অনেকদিন ধরে এখানকার মানুষের আকাঙ্খা ছিল। সেটাও করা হয়েছে। ঝাড়গ্রাম জেলায় অনেক ছাত্র-ছাত্রীরা ভাল পড়াশুনো করে। আমার কন্যাশ্ররী আছে, সবুজসাথী আছে, আমার শিক্ষাশ্রী আছে, আমার যুবশ্রী আছে। ঝাড়গ্রাম জেলায় আমরা আগামিদিন একটা বিশ্ববিদ্যালয়ও স্থাপন করব।যাতে এখানকার ছেলেমেয়েদের বাইরে যেতে না হয়। এখানে তারা পড়াশুনো করতে পারে।”

এই জেলায়, ঝাড়গ্রাম, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুরে তিনটি মাল্টিসুপার হাসপাতাল নতুন করে তৈরি করা হয়েছে। রামগড়ে গড়ে তোলা হয়েছে নার্সিং ট্রেনিং সেন্টার। আটটি এসএনসিইউ বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করা হয়েছে। ডায়গনস্টিক সেন্টার তৈরি করা হয়েছে, বলেন মুখ্যমন্ত্রী।

লালগড়, গোপীবল্লভপুর, নয়াগ্রামে তিনটি নতুন কলেজ তৈরি করা হয়েছে। ঝাড়গ্রামে রাজ কলেজে মেয়েদের পড়া শুরু হয়ে গেছে। বিনপুর ১ ও ২ এবং নয়াগ্রামে তিনিটি আইটিআই গড়ে তোলা হয়েছে। গোপীবল্লভপুর ২ ও সাঁকরাইলে আরও দুটি আইটিআই গড়ে তোলা হয়েছে। রামগড়ে গড়ে তোলা হয়েছে পলিটেকনিক। বিনপুর ১ ও ২, নয়াগ্রাম এবং ঝাড়গ্রামে চারটি কিষেনমান্ডি গড়ে তোলা হয়েছে বলেও জানান মমতা।

মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় বলেন, জঙ্গলমহলে একবারই প্রায় ৩৫ হাজার ছেলেমেয়েকে পুলিশে চাকরি দেওয়া হয়েছিল। জঙ্গলমহলে যারা ফুটবল খেলে তাদের একটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আছে। যখন সরকার কোনও সরকারি বা বেসরকারি চাকরি দেয় ঐ ব্যাঙ্ক থেকে নেয়। জঙ্গলমহলের ফুটবলে যারা ভাল খেলাধুলও করেছেন যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের আমি বলেছিলাম তাদের সিভিক পুলিশে চাকরি দেওয়া হবে। আমার মনে হয় এটা আজকে রেডি করতে পারেনি।

এরপরই তিনি মঞ্চে থাকা সংশ্লিষ্ট পুলিশ কর্তার কাছে কৈফয়ত তলব করে জানতে চান, নর্থ বেঙ্গল তো দিয়ে দিয়েছে এখানে হয়নি কেন? জবাবে ঐ পুলিশ কর্তা মুখ্যমন্ত্রী বলেন, সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী বলেন, যারা জঙ্গলমহলে ভাল খেলে জিতেছিলেন তারা কিন্তু প্রত্যেকে চাকরি পাবেন। তার কারণ, আমি দার্জিলিঙে এটা অলরেডি করে দিয়ে এসছি। এবং জঙ্গলমহলের ছেলে-মেয়েদের জন্যও করা হয়েছে। প্রসেস চলছে তারাও পেয়ে যাবেন। জঙ্গলমহলে প্রচুর ছেলে-মেয়েরা এই খেলাধুলোয় অংশগ্রহণ করে।তাই তাদের দিকটাও সরকার ভেবে রেখেছে, বলেন মুখ্যমন্ত্রী।ছবি সৌজন্যে ফেসবুক

Published on: ফেব্রু ১৫, ২০১৮ @ ২১:২৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + = 12