মদের আসরে বচসাঃ শ্রমিকের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে হত্যা, ধৃত নাবালক

Main রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১০, ২০১৮ @ ২৩:৫০

এসপিটি নিউজ, বারুইপুর, ১০ সেপ্টেম্বরঃ দু’বছর আগে বানতলা চর্ম্নগরীতে কাজ করতে আসেন ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা বুদ্ধিমান সোনওয়ানি (৩৮)। কিন্তু মদের আসরেই শেষ হয়ে গেল তার এই জীবন। এক নাবালক সহকর্মীর হাতে খুন হতে হল।পুলিশ সেই নাবালককে গ্রেফতার করেছে। মৃত্যুর তার ঘরটি সিল করে দিয়ে যায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার বিকালে চারটে নাগাদ ঘটনাটি ঘটে বানতলা চর্মনগরীর ৮ নং জোনে । সেখানে একটি চামড়া শোধনের কারখানা আছে। সেখানেই গত দু বছর ধরে কাজ করছিলেন বুদ্ধিমান। অভিযোগ, রবিবার ছুটির দিনে কারখানার বাইরে একটি ঝুপড়িতে বসে মদ্যপান করছিলেন কয়েকজন সঙ্গী সাথী নিয়ে। মদের নেশায় তাঁর প্রতিবেশী নাবালক যুবকের দিদি সম্পর্কে কিছু অশ্লীল কথা বলে।তারপরই দু’জনের মধ্যে বচসা শুরু হয়।অভিযোগ, বচসার সময় ওই নাবালক ছুরি বার করে বুদ্ধিমানের পেটে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত আহত অবস্থায় বুদ্ধিমান মাটিতে লুটিয়ে পড়ে।

পুলিশ বুদ্ধিমানকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠায়। সেখানে অপারেশনের টেবিলে মৃত্যু হয় ওই শ্রমিকের।তবে শ্রমিকের মৃত্যুর জেরে এদিন উৎপাদন ব্যহত হয় কারখানায়। কারখানার ম্যানেজার এস ঘোষ বলেন, ‘যে কোন মৃত্যুই দুঃখজনক। ২০০৭ থেকে বানতলায় আমাদের কারখানা চলছে কোনদিন এধরনের ঘটনা ঘটে নি। মৃত শ্রমিকের পরিবারের জন্য কিছু করা যায় কিনা তা খতিয়ে দেখছে কারখানা কর্তৃপক্ষ।

লেদার কমপ্লেক্স থানার তদন্তকারী অফিসাররা জানান, রবিবারে মদ্যপানের জেরে শ্রমিকরা নিজেদের মধ্যে মারামারি করলে এই ঘটনা ঘটে। তবে ওই নাবালক এখানে শ্রমিক হিসাবে এসেছিল নাকি কোন শ্রমিকের আত্মীয় হিসাবে বানতলায় থাকছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Published on: সেপ্টে ১০, ২০১৮ @ ২৩:৫০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 37 = 44