জেলা গঠনের পর ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের প্রথম সম্মেলন, নেওয়া হল জনসংযোগ কর্মসূচি

রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৩, ২০১৭ @ ২১:৩৬

এসপিটি নিউজ,ঝাড়গ্রাম: কড়া নাড়ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইয়ের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি জেলায় দলের সমস্ত সংগঠনই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।ঝাড়্গ্রাম নতুন জেলা হওয়ার পর তৃণমূলের মহিলে সেলের সংগঠন কেমন হয়েছে তা নিয়ে দলের নেতাদের চিন্তার শেষ ছিল না। কারণ, সেটা ঠিক মতো গড়তে না পারলে যে তার দায় মহিলাদের চেয়ে তাদের উপরেই পড়ত। ধরা পড়ত সেইসব নেতাদের অপদার্থতা। কিন্তু সেইসব নেতাদের সেই দায় থেকে মুক্ত করেছেন দলের মহিলা সেলের নেত্রীরাই।আজ শনিবার দলের মহিলা সেলের যে সম্মেলন অনুষ্ঠিত হল তা দেখে সন্তুষ্ট নেতৃত্ব।সম্মেলন থেকে নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি।

শনিবার ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রসের প্রথম মহিলা সম্মেলন অনুষ্ঠিত হল ঝাড়গ্রামের জিতুশোলে। জেলা পরিষদের শিক্ষাকর্মাধ্যক্ষ সঞ্চিতা ঘোষের নেতৃত্বে  ১০ জনের কমিটি নির্বাচিত করা হয়।সম্মেলনে মহিলাদের উপস্থিতি দেখে কার্যত আপ্লুত হয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি। তিনি সম্মেলন শেষে সঞ্চিতা ঘোষকে আহ্বায়ক করে একটি দশ জনের কমিটি গঠন করে দেন। সঞ্চিতা ঘোষের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচেনকে লক্ষ করে মহিলাদের এই কমিটি জেলা জুড়ে কাজ করবে। আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষে যে পরবে জঙ্গলমহেলর মানুষ জন মেতে ওঠেন সেই পরবে প্রতিটি মহিলা নেতৃত্বকে গ্রামে গ্রামে পৌছনোর নির্দেশ দেন জেলা সভাপতি অজিত মাইতি।

এদিন তিনি তাঁর বক্তব্যে  বুঝিয়ে দেন মহিলাদের এগিয়ে আসতে হবে কাউকে এক ইঞ্চি জায়গা দেওয়া যাবে না। এদিন ঝাড়গ্রাম জেলার গজাশিমূলে মহিলা তৃণমূলের প্রথম সম্মেলন ঘিরে এলাকার মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। জেলার বিভিন্ন ব্লক থেকে অসংখ্য মহিলা তৃণমূল কর্মী,সমর্থক এদিন জেলার প্রথম মহিলা সম্মেলন উপস্থিত হয়েছিলেন। এদিন সম্মেলনটি পুরো পরিচালনা এবং সঞ্চলনা করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের  শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্চিতা ঘোষ।

বিনপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতির মৃত্যুর  কারণে শোক ঞ্জাপনের মাধ্যমে সভার সুচনা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূলের সম্পাদিকা রত্না ভৌমিক, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের দুই কার্যনির্বাহী সভাপতি চূড়ামনি মহাতো,সুকুমার হাঁসদা, সহ জেলার বাকি নেতৃত্ত্ব।Published on: ডিসে ২৩, ২০১৭ @ ২১:৩৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 + = 82