আজ থেকে ইসকন মায়াপুরে শুরু গীতা জয়ন্তী উসব, অংশ নেবেন ২০০০ গীতাপ্রেমী- জানুন সবিস্তারে

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১১, ২০২১ @ ১১:১১

এসপিটি নিউজ, কলকাতা, ১১ ডিসেম্বর:  প্রতি বছরের মতো এবছরেও ইসকন মায়াপুরে আজ থেকে শুরু হয়েছে গীতা জয়ন্তী উৎসব। ভক্তিবেদান্ত গীতা অ্যাকাদেমি ভারতে বিশেষত বাংলা, ইংরাজিও হিন্দি ভাষায় গীতা স্টাডি কোর্সের মাধ্যমে শ্রীল প্রভুপাদের গীতা ও ভাগবত পড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সূচনা হয়েছে এই মহৎ উৎসবের। চলবে আগামী ১৪ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত।

ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, প্রতি বছরের মতো এবারও ১১ ডিসেম্বর শনিবার থেকে ১৪ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত চারদিন ধরে গীতা জয়ন্তী মহোৎসব মহাসমারোহে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হবে। গীতার জ্ঞানে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাষিত ও গীতা অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীদের মনোবলকে বৃদ্ধি করতেই এই মহান উৎসবের আয়োজন করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছরেরও আগে কুরুক্ষেত্রের সমারঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর গীতার জ্ঞান দান করেছিলেন এই শুভ তিথিতে। সেই ওইতিহ্য স্ম্রণ করে প্রতি বছর এই উৎসব পালন করা হয়।

ইসকন মায়াপুর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০০ গীতা প্রেমী প্রতিনিধি এই উৎসবে যোগদান করবেন। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে, যেমন- সমবেতভাবে সম্পূর্ণ গীতা পাঠ, বিশ্বশান্তি যজ্ঞ, সংকীর্তন সহকারে শোভাযাত্রা, প্রশ্ন-উত্তর, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এই অনুষ্ঠানে বিদগ্ধ গীতা বিশেষজ্ঞ্রা তাঁদের মনোজ্ঞ ভাষণ প্রদান করবেন।

মাত্র অর্দ্ধশতাব্দী আগেও বিজ্ঞানী আইনস্টাইন মন্তব্য করেছিলেন- “আমি যখন ভগবদগীতা পড়ি এবং ভাবি কিভাবে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, বাকি সবকিছুই আমার কাছে খুবই অপ্রতুল মনে হয়।” চিন্তাবিদ থরোর ভাষায়- ভগবদগীতার দর্শন মহাবিস্ময়কর, মহাজাগতিক। যার তুলনায় বিশ্বের মানবীয় জল্পনা-নিঃসৃত আধুনিক বিশ্বের জ্ঞানভাণ্ডার নিতান্তই ক্ষুদ্র ও তুচ্ছ।

এ বছর কোভিড-১৯ -এর কারণে স্বাস্থ্যসম্মত কারণে বিধিনিষেধ সম্পূর্ণ মেনেই এ উৎসব পালন করা হবে বলে জানিয়েছে ইসকন মায়াপুরের কর্তৃপক্ষ।

Published on: ডিসে ১১, ২০২১ @ ১১:১১


শেয়ার করুন