হিমালয়ান সিরো- স্পিতির গ্রামে দেখা গেল বিলুপ্ত হতে থাকা এই প্রাণী

Main দেশ বন্যপ্রাণ ভ্রমণ
শেয়ার করুন

Published on: ডিসে ১২, ২০২০ @ ২১:৫৬

এসপিটি নিউজ:  হিমালয়ের কোলে এমন অনেক প্রাণী আছে যা আমাদের নজর এড়িয়ে যায়। যা বিলুপ্ত হতে বসেছে। এমনই এক প্রজাতির প্রাণী ‘হিমালয়ান সিরো’ দেখা গেল হিমাচল প্রদেশের স্পিতি-র পার্বত্য এলাকায়।

সংবাদ সংস্থা এএনআই আজ সেই ছবি দিয়ে বলেছে যে স্পিতির হুরলিং গ্রামে পাহাড়ি এলাকায় এক জলাশয়ের ধারে হিমালয়ান সিরোকে ঘুরে বেড়াতে দেখা গেছে। ছবিগুলি স্পিতির ওয়াইল্ডলাইফ বিভাগ তুলেছিল। এবারের শীতের মরশুমে এটাই এই প্রজাতির প্রথাম চিত্র বলে জানিয়েছে তারা।

কত নামে এরা পরিচিত

‘হিমালয়ান সিরো’ একাধিক নামে পরিচিত। অসমিয়াতে ‘দেও স্যাগোলি’, বাংলায় ‘জঙ্গলি ছাগল’, শেরপা ভাষায় ‘গিয়া’, ভুটানিজ ভাষায় ‘ঝা’, ইংরাজিতে ‘হিমালয়ান সিরো, হিন্দিতে ‘সারাও’, কাশ্মীরিতে ‘হালজ’, মিজোতে ‘সাজা বলা হয়।

কোথায় এদের দেখা যায়

এই প্রজাতিটি হিমালয় অঞ্চলের (উত্তর ভারত – জম্মু ও কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশের মিশ্মি পাহাড় – নেপাল, ভুটান, তিব্বত), পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে আরও দক্ষিণে সম্ভবত পশ্চিম মায়ানমার এবং পূর্ব এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশে দেখা যায় । তবে উত্তর-পূর্ব ভারত, পশ্চিম মায়ানমার এবং বাংলাদেশ থেকে প্রাপ্ত নমুনাগুলি হিমালয়ের রূপগুলির থেকে স্পষ্টভাবে পৃথক হয়েছে যেগুলিতে একটি লাল প্লেজ রয়েছে।

চীনে কেবলমাত্র দুটি জায়গার এর উল্লেখ রয়েছে। উভয়ই হিমালয়ের দক্ষিণ ঢালুতে রয়েছে। নেপালের সীমান্তে কোমোল্যাংমার দক্ষিণ ঢালের সরু অঞ্চলে আছে।এদের দ্বিতীয় জনসংখ্যা ইয়ারলুং জাংবো নদীর বড় বাঁকের পূর্ব দিকে সরু অঞ্চলে পাওয়া যায়।

Published on: ডিসে ১২, ২০২০ @ ২১:৫৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =