রোগী কল্যাণ সমিতির জমা্নো ৪৬ লক্ষ টাকায় হবে উন্নয়নের কাজ

রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

সংবাদদাতা- কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২৩, ২০১৮ @ ০০:০৮ 

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২২সেপ্টেম্বরঃ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে রোগী কল্যাণ সমিতির অ্যাকাউন্টে জমে থাকা প্রায় ৪৬ লাখ টাকা এখনও খরচই করা হয়নি। নানা কারণে এতদিন বিষয়টি সামনেও আসেনি। শনিবার উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ হাসপাতালের আধিকারিকদের সঙ্গে সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্যের এক বৈঠকে বিষয়টি উঠে আসে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, জমা টাকাটা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজের উন্নয়নের কাজে লাগানো হবে।

এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, এবার এই টাকা খরচ করা হবে পানীয় জল, বসার ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রে।তবে এতদিন কেন বিষয়টি সামনে আসেনি সেটা দেখা হবে।

বৈঠক শেষে ডেন্টাল বিভাগের প্রিন্সিপাল ডাঃ সঞ্জয় দত্ত বলেন, এবার বিষয়টি সামনে এল। প্রগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন, কলেজেরর ছাত্র সংগঠন এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। এবার কিভাবে তা খরচ করা হবে তা নিয়ে আলোচনার পরই ঠিক করা হবে।

Published on: সেপ্টে ২৩, ২০১৮ @ ০০:০৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 + = 91