ঘূর্ণিঝড় ‘অশনি’ ক্রমে গতি হারিয়ে গভীর নিম্নচাপে দুর্বল হয়ে পড়েছে

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১১, ২০২২ @ ২৩:৫৭

এসপিটি নিউজ, কলকাতা, ১১ মে: গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় ‘অশনি’কে বেশ চিন্তায় ছিল আবহাওয়াবিদরা। কিন্তু এটি ক্রমে গতি হারিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপাসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।এর ফলে গামিকাল থেকে পশ্চিমবংগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

ঘূর্ণিঝড় ‘অশনি’ গত ছয় ঘণ্টায় ৪ কিমি বেগে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে অগ্রসর হয়ে আজ দুপুরে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৩০ কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে, নরসাপুর থেকে ৫০ কিমি দক্ষিণপশ্চিমে কাকিনাড়া থেকে ১২০ কিমি দক্ষিণ পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ২৪০ কিমি দক্ষিণ পশ্চিমে, গোপালপুর থেকে ৫০০ কিমি দক্ষিণ পশ্চিমে এবং পুরী থেকে ৬২০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

এরপর এটি বিকেলে উত্তর-উত্তর পূর্ব অভিমুখে নরসাপুর, ইয়নম, কাকিনাড়া, তুনি এবং বিশাখাপত্তনম তট বরাবর অগ্রসর আগামিকাল সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপাসাগরে নির্গত হতে পারে। ইতিমধ্যে এটি গতি হারিয়ে দুর্ব্ল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

এরফলে গামিকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দু’এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Published on: মে ১১, ২০২২ @ ২৩:৫৭


শেয়ার করুন