ঘাটাল মহকুমায় ৪ মাসে ৮ পড়ুয়ার আত্মহত্যা, কোভিড মহামারী চিন্তায় ফেলেছে অভিভাবকদের

কোভিড-১৯ রাজ্য
শেয়ার করুন

কোভিড মহামারীর জেরে লকডাউনে বন্ধ হয়ে আছে শিক্ষা-প্রতিষ্ঠানগুলি। ছাত্র-ছাত্রীদের মধ্যে বাড়ছে হতাশা-বিষন্নতা। ইতিমধ্যে শুধুমাত্র একটি মহকুমার দুটি থানা এলাকাতেই চারজন করে মোট আট জন আত্মহত্যা করেছে।চেষ্টা করেছে আরও সাতজন।
Published on: আগ ২৫, ২০২০ @ ১৯:২৮
Reporter: Biswajit Panda

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট:  কোভিড মহামারীর জেরে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ আছে। বাড়িতে বসেই চলছে ছাত্র-ছাত্রীদের পড়াশুনো। চলছে অনলাইন ক্লাস। এর ফলে পড়ুয়াদের মধ্যে মোবাইল ফোন ব্যভারের প্রবণতা বেড়ে গিয়েছে। যা নিয়ে অনেকেরই চোখ থেকে করে শারীরিক সমস্যা হতে শুরু করেছে।একই সঙ্গে বাড়ছে হতাশা-বিষন্নতা। তার প্রভাব ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় গত চার মাসে কোভিড মহামারীর জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আটজন পড়ুয়া আত্মহত্যা করেছে। সাতজন পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করে কোনওরকমে বেঁচেছে।

কোথায় কবে ঘটেছে আত্মহত্যার ঘটনা

  • ১৪ এপ্রিল, ২০২০- দাসপুর থানার শ্রীবরা গ্রামে অনুভব চন্দ নামে এক কলেজ পড়ুয়া গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল সে।
  • ২৫ মে,২০২০-দাসপুর থানার জোতকানুরামগড় গ্রামের কোয়েল বাগ নামে এক ছাত্রী শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল কোয়েল।
  • ২৭ জুন, ২০২০-ওই দাসপুর থানার বিষ্ণুপুর গ্রামের সুপ্রিয়া পড়ে নামে আর এক ছাত্রী গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।
  • ২৮ জুন,২০২০- ঘাটাল থানার নকুড় বাজারের পূজা দাস গলায় ওড়নার ফাঁস জড়িয়ে আত্মহত্যা করে। সিংহডাঙা হাই স্কুলের নবম শ্রেণিতে পড়ত পূজা।
  • ৭ জুলাই, ২০২০- দাসপুর থানার খানখানা চক গ্রামের সবুজ কুমার ভৌমিক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে।একাদশ শ্রেণির ছাত্র ছিল।
  • ১৯ জুলাই, ২০২০- ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজয় দাঁ গলায় দড়ি্র ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘাটাল বিদ্যাসাগর বিদ্যালয়ের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিল সে।
  • ৯ আগস্ট, ২০২০- ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ ঘোষ গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।বিদ্যাসাগর হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল সে।
  • ১২ আগস্ট, ২০২০- ঘাটালের সীমানা গ্রামের দীপান্বিতা চৌধুরী গলায় দড়ির ফাঁস  লাগিয়ে আত্মহত্যা করে। সে স্থানীয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।

এই তালিকা থেকে জানা গিয়েছে যে ঘাটাল মহকুমার ঘাটাল ও দাসপুর দু’টি থানা এলাকাতেই চারজন করে পড়ুয়া আত্মহত্যা করেছে। একই সঙ্গে আরও সাতজন পড়ুয়া এই মহকুমাতেই আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের অবশ্য বাঁচানো সম্ভব হয়েছে।

আত্মহত্যার পিছনে কি কি কারণ থাকতে পারে

অনেকেই মনে করছে যে এই আত্মহত্যার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। ১) দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকা, ২)শিক্ষা প্রতিষ্ঠানে না যেতে পারা এবং সেখানে বন্ধু-বান্ধব্দের সঙ্গে দেখা না হওয়া, ৩)অনলাইন ক্লাসের জেরে মোবাইল ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়া, ৪)পড়ুয়াদের মোবাইল ঘাটতে না দেওয়া, যার ফলে হতাশা তৈরি হওয়া।

দিনের পর দিন এই প্রবণাতা বাড়তে থাকায় ঘাটাল মহকুমায় পরিস্থিতি উদ্বগজনক অবস্থায় পৌঁছেছে। কিভাবে পড়ুয়াদের এর থেকে বের করে নিয়ে আসা যায়, তা নিয়ে নতুন কোনও পথ বের করা সম্ভব কিনা সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছে।

Published on: আগ ২৫, ২০২০ @ ১৯:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

55 − 49 =