মায়ের আশীর্বাদই পর্বতারোহী অনিতা কুণ্ডুকে দিয়েছে শীর্ষ সম্মান, পেতে চলেছেন ‘তেনজিং নোরগে জাতীয় সাহসিক পুরস্কার’

Main খেলা দেশ ভ্রমণ
শেয়ার করুন

নেপাল ও চীনের দিক থেকে এভারেস্ট শৃঙ্গ জয় করা প্রথম ভারতীয় মহিলা হরিয়ানার তরুণী অনিতা কুণ্ডু।
আগামী 29 আগস্ট ক্রীড়া দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে অনিতাকে ‘তেনজিং নোরগে জাতীয় সাহসিক পুরস্কার’এ সম্মানিত করা হবে।
Published on: আগ ২৫, ২০২০ @ ১১:০০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ:  কথায় বলে- মায়ের আশীর্বাদের হাত যদি সন্তানের মাথায় থাকে তাহলে সেই সন্তান অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারে। হ্যাঁ, আমাদের দেশের এক তরুণী তেমনই এক অসাধ্য সাধন করেছেন। সত্যি, বলতে কি- এ কথা লিখতে বাধা নেই যে আমাদের দেশের আমরা যারা সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত আছি বা যারা সংবাদপত্র পরিচালনা করছি তারা কিন্তু এধরনের মানুষের কথা খুব বেশি তুলে ধরি না। এ সত্যি এক লজ্জা। এর কারণ, লিখতে হলে আলাদা একটা সংবাদ হয়ে যাবে। তবে, আজ যখন হরিয়ানার হিসার জেলার প্রত্যন্ত ফরিদপুর গ্রামের এক তরুণী অনিতা কুণ্ডু পর্বতারোহণে একের পর এক অসাধ্য সাধন করে ‘তেনজিং নোরগে জাতীয় সাহসিক পুরস্কার’ পেতে চলেছেন তখন আমরা সকলেই সেই সংবাদ পরিবেশন করছি।

কে এই অনিতা কুণ্ডু জানেন কি আপনারা? কোথা থেকে উঠে এলেন এই তরুণী? কোথায় কাজ করেন? কী তার লক্ষ্য? এত বিস্তারিতভাবে বোধ হয় এই সংবাদের জন্য কেউই জায়গা খরচ করেনি। তবে সংবাদ প্রভাকর টাইমস অনিতার এই সাফল্যকে কুর্নিশ করছে। আর তাই আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি।

কে এই অনিতা কুণ্ডু

হরিয়ানার হিসার জেলার প্রত্যন্ত ফরিদপুর গ্রামের এক কৃষক পরিবারের সন্তান অনিতা কুণ্ডু। 2008 সালে তিনি হরিয়ানা পুলিশে যোগ দেন।ছোটবেলা থেকেই রোমাঞ্চকর সাহসী খেলায় তাঁর নেশা কিংবা আগ্রহ দেখে দেয়। কিশোর বয়সেই তিনি বক্সিং-এর প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি হরিয়ানা পুলিশের একজন মহিলা সাব-ইনসপেক্টর।পুলিশে কর্মরত থেকেই অনিতা হরিয়ানা পুলিশের ডিজি-কে চিঠি লিখে এভারেস্ট শৃঙ্গ জয়ের ইচ্ছা প্রকাশ করে তাঁর প্রশিক্ষণের আবেদন জানিয়েছিলেন। এরপর 2009 সালে তাঁকে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি-তে স্থানতর করা হয়েছিল। সেখানে কর্মরত থাকার সময় পর্বতারোহনের একাধিক কোর্স সম্পন করেছিলেন। আজ তিনি এক সফল শীর্ষ স্থানাধিকারী মহিলা পর্বতারোহী। তাঁর এই সাফল্যে অনিতাকে শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানা পুলিশের ডিজিপি মনোজ যাদব। তাঁর সাফল্যে আমরা সকলে গর্বিত। তিনি সবসমই পর্বতারোহনে এক নয়া কীর্তি স্থাপন করেছেন।

ফেব্রুয়ারী 2018 সালে সাতটি মহাদেশে সাতটি শৃঙ্গ জয় করার লক্ষ্য ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে তিনি ছয়টি শৃঙ্গ জয় করেছেন এবং এবার তার নজর উত্তর আমেরিকার ডেনালি শৃঙ্গ।শেষ তিনি দক্ষিণ আমেরিকার একনকাগুয়া শৃঙ্গ জয় করেছেন।

নেপাল ও চিনের দিক থেকে এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলা

এভারেস্টে একাধিক ভারতী মহিলা আরোহন করেছেন। জয়ও করেছেন এভারেস্ট শৃঙ্গ। কিন্তু একজন ভারতীয় মহিলা হিসেবে নেপাল ও চীন হয়ে এভারেস্ট জয় করার কৃতিত্ব প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জন করেছেন হরিয়ানার তরুণী অনিতাই। আর সেজন্য তিনি নিজেও খুশি। তিনি বলেন, “আমি চীন ও নেপালের দিক থেকে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা। আমি আমার সাফল্যের সমস্ত কৃতিত্ব আমার আমাকে দিয়েছি। আমি এই পুরস্কারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই।” তিনবার তিনি এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।

কবে পেতে চলেছেন এই পুরস্কার

তেনজিং নোরগে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন অনিতা কুণ্ডু। পর্বতারোহণে তার সাফল্য দেখে তার নাম বাছাই কমিটি দ্বারা নির্বাচিত হয়েছিল, যার উপরে ক্রীড়া মন্ত্রী কিরন রিজিজু অনিতার নামটি নির্বাচিত করেছিলেন। অনিতা কুণ্ডু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান পাবেন। আগামী 29 আগস্ট ক্রীড়া দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হবে। এবার পুরস্কারটি পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে 15 লক্ষ টাকা করার কথা ভাবা হচ্ছে। এটি পর্বতারোহণের অ্যাডভেঞ্চার স্পোর্টসে ভারত সরকার প্রদত্ত বৃহত্তম পুরস্কার।

অনিতার অসাধারণ রেকর্ড

উন্নত, পর্বতারোহণের বেসিক দিয়ে 2009 সালে সমস্ত কোর্স পাস করেন। 2013 সালের 18 মে নেপাল হয়ে অনিতা মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।

2017 সালে, আবার 60 দিনের কঠোর সংগ্রামের পরে 21 মে 2017 এ, চীনের পথে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। নেপাল এবং চীন উভয় দিক দিয়ে মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের একমাত্র কন্যা হওয়ার কৃতিত্ব স্থাপন করেন অনিতা।

তৃতীয়বার 2019 সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন অনিতা। জয়ের পর তিনি সেদিন এক ট্যুইট করে লিখেছিলেন-“টানা 36 দিনের কঠিন সংগ্রাম করার পরে, আজ সকালে সূর্যের প্রথম রশ্মির সাহায্যে তৃতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে আমার দেশের গর্বিত তেরঙ্গা পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছি। অনেক সময় আবহাওয়ার মুখোমুখি হয়েও নিজেরর স্বপ্নগুলি পূরণে শীর্ষে পৌঁছতে পেরেছি। ”

Published on: আগ ২৫, ২০২০ @ ১১:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 − 33 =