আরে দিদি আপনার খেলায় কেউ ভয় পায় না, বিজেপি কার্যকর্তারা টক্কর নিতে প্রস্তুত-পালটা হুঙ্কার অমিত শাহের

Main রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২, ২০২১ @ ১৯:৩৭

এসপিটি নিউজ, কোচবিহার, ২ এপ্রিল:  আজ সারাদিন ধরে উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা ও রোড-শো করেন। জনসভা থেকে তিনি তৃণমূল সুপ্রিমোকে উদ্দেশ্য করে জানিয়ে দেন- দু’দফায় মোট ৬০টি আসনের মধ্যে ৫০টি আসনেই পদ্ম ফুটতে চলেছে। পাশপাশি তৃণমূলের খেলা হবে স্লোগান নিয়ে পাল্টা হুঙ্কার দিয়ে বলেন- আরে দিদি আপনি কি ‘খেলা হবে’ বলছেন। আপনার খেলায় কেউ ভয় পায় না। বিজেপি কার্যকর্তারা টক্ক্র নিতে প্রস্তুত।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে কালচিনি ও শীতলখুচিতে জনসভা করেন। অমিত শাহ বলেন- ” দু’দফায় ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৬০টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। দু’দফায় মোট ৬০ আসনের মধ্যে ৫০টি আসনে পদ্ম ফুটতে চলেছে। আজ আমি উত্তরবঙ্গে এসেছি- এখানে ৫০ সিটের মধ্যে তো ৫০টিতে ভারতীয় জনতা পার্টিতে আসতে চলেছে।”

মিত শাহ বলেন-“আরে দিদি- বাংলার মানুষকে শুধু ভয় দেখাচ্ছেন। ‘খেলা হবে’ ‘খেলা হবে’ ‘খেলা হবে’। আরে আপনার খেলায় কেউ ভয় পায় না। আপনার যত ক্ষমতা শক্তি আছে প্রয়োগ করুন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা টক্কর নেওয়ার জন্য প্রস্তুত আছে।”

“দুই দফার ভোটে দিদির গুন্ডাদের বাংলার মা-বোনেরা উলটো পা দেখিয়ে তাড়িয়েছে। তারা কিছুই করতে পারেনি। আমি উত্তরবঙ্গে সকলকে আশ্বস্ত করতে চাই – আপনারা আমার উপর ভরসা রাখুন। একজন গুন্ডাও আপনাদের ভয় দেখাতে পারবে না।”

“আপনাদের বলে যাচ্ছি যে ২ মে দিদি যাচ্ছে আর উত্তরবঙ্গে সুদিন আসছে। ভারতীয় জনতা পার্টির সরকার গড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গকে অগ্রাধিকার দেওয়া হবে। বিজেপি সরকার হওয়ার পর এখানে প্রতি বছর দু’হাজার কোটি টাকা করে উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ডকে দেওয়া হবে।” বলেন অমিত শাহ।

Published on: এপ্রি ২, ২০২১ @ ১৯:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − = 3