রাতভর বৃষ্টিতে প্লাবিত শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকা, ফুঁসছে নদীগুলি, মৃত ১

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ১০, ২০১৮ @ ২০:২৮

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ  গত কয়েকদিন ধরে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় অশ্য গরমের পর রবিবার রাত থেকে শুরু হয় প্রবল বর্ষণ। সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা এলাকা।জলের স্তর অস্বাভাবিক মাতারায় বেড়ে গিয়ে ফুঁসতে থাকে মহানন্দা, পঞ্চনই ও মহেশমারী সহ প্রায় সমস্ত নদীগুলি।দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ধস পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় ৫৫ নম্বর জাতীয় সড়কে। বেশ কয়েকটি ব্রিজ বিপজ্জনক আকার নেয়। ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ফলে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।দুর্ভোগের মধ্যে পড়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসতে থাকেন।

জানা গেছে, শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান ব্রিজ-এর পুরো অংশ মহানন্দা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে। প্লাবিত এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। দার্জিলিং-এর লোহাগড়ের পোটং এর একটি ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগের মুখে পড়েন স্থানীয় মানুষ। দার্জিনিংযের রংটং ও তিনধারিয়ার মাঝে ধস নামায় সোমবার সকাল থেকে ৫৫ নম্বর জাতীয় সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মাঝরাতে শালবাড়িতে একটি ফ্ল্যাটের দেওয়াল ভেঙে পড়ে। বাড়িতে ঘুমিয়ে ছিলেন পরিবারের চারজন সদস্য। মৃত্যু হয় ওই বাড়ি মালিকের এবং গুরুতর জখম হন তাঁর স্ত্রী সহ আরও দু’জন। স্থানীয় মানুষ এবং দমকল কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন।বসানো হয়েছে ত্রাণ শিবিরও। সজাগ মহাকুমা ও জেলা প্রশাসনও।এলাকা পরিদর্শনে বেড়িয়ে পড়েন শিলিগুড়ি পুরনিগমের মেয়র সহ মেয়র পারিষদরা। পাশাপাশি পুরনিগমের বিরোধী দলনেতা ও তৃণমূল কাউন্সিলাররাও বের হন পরিদর্শনে।এদিকে শিলিগুড়ির ৪৫, ৪৬, ৪৭, ৬, ৩ ও ২ নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় স্থানীয়রা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, নিয়মিত নর্মাগুলি পরিস্কার না করার ফলে বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায়।

এরই মধ্যে আবার শুরু হয়ে গিয়েছে অভযোগ পাল্টা অভিযোগের পালা।শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার অভিযোগ করে বলেন, পুরনিগমের জল নিষ্কাষন ব্যবস্থা ভেঙে পড়েছে। পুরনিগমে অচলাবস্তা তৈরি হয়েছে। এদিকে, মেয়র অশোক ভট্টাচার্যের অভিযোগ, বৃষ্টির ফলে রাস্তাঘাট ভেঙে পড়েছ, তার টাকা রাজ্য সরকারের কাছে চাইলেও পাওয়া যায় না। তাঁর আরও অভিযোগ, অন্যান্য পুরনিগম রাস্তা মেরামতির টাকা পেলেও যেহেতু শিলিগুড়ি পুরনিগম বাম পরিচালিত সেহেতু এই পুরনিগম টাকা পায় না। তা সত্বেও তিনি ফের রাস্তা মেরামতির জন্য রাজ্য সরকারের কাছে টাকা চাইবেন বলে জানান।

শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য জানান, রবিবার রাত থেকে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হয়েছে। মহানন্দা নদীর জল ১৬ ফুট উঠে গেছে।পঞ্চনই নদীর জলও বেড়ে যাওয়ায় মহানন্দা নদীর জল বের হতে না পেড়ে রাজীবনগর, সত্যজিৎ কলোনি সহ সংলগ্ন এলাকাগুলিতে জল ঢুকে পলিও পড়ে গেছে। তিনি আরও জানান, সেচ দফতরের সাথে কথা বলে মহানন্দা ব্যারেজের লক গেট খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, এদিন বাম-কংগ্রেসের ডাকা বনধে শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা ছুটিতে থাকলেও স্যানিটারি ইন্সপেক্টার ও বোরো অফিসারদের সহ এই দুই বিভাগের কর্মীদের টেলিফোন করে ডেকে এনে কাজে লাগানো হয়েছে।

Published on: সেপ্টে ১০, ২০১৮ @ ২০:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 5 =