মায়াপুর ইসকন মন্দিরে এইসব রীতি-নীতি মেনেই পালন করা হবে রাস পূর্ণিমা উৎসব

দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১৯, ২০১৮ @ ০৯:২৪

এসপিটি নিউজ, মায়াপুর, ১৯ অক্টোবরঃ ঐতিহ্য,পরম্পরা আর রীতি-নীতি মেনেই মায়াপুর ইসকন মন্দিরে পালন করা হয় রাস পূর্ণিমা উৎসব। এ বছরও তার কোনও ব্যতিক্রম হবে না। আগামী ২৩শে অক্টোবর সেই উৎসবের সূচনা হতে চলেছে। চলবে ২৬শে অক্টোবর পর্যন্ত।চারদিন ধরে মহাসমারোহে পালিত হবে এই উৎসব।

মায়াপুর ইসকন-এর জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, মায়াপুর ইসকন মন্দিরের রাস পূর্ণিমা উৎসব কিছু রীতি-নীতি মেনেই পালন করা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রাধামাধবকে হাতির পিঠে চাপিয়ে শোভাযাত্রা। রাসপূর্ণিমা থেকে প্রতি সপ্তাহের শনিবার দিন বিকাল ৪টে থেকে ৬টে পর্যন্ত মন্দির চত্বরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে থাকে। এই শোভাযাত্রা চলবে দোলপূর্ণিমা পর্যন্ত।

ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ। দেশ-বিদেশের বহু ভক্ত আসতে শুরু করেছেন। রাস পূর্ণিমা উপলক্ষ্যে গোটা মন্দির চত্বরকে আলোকমালায় সুসজ্জিত করা হবে বলে জানিয়েছেন ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক।

Published on: নভে ১৯, ২০১৮ @ ০৯:২৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1