কি বিশাল কাঠের কলম!লক্ষ্য গিনেস রেকর্ডে নাম তোলা

Main দেশ
শেয়ার করুন

অভিনাহল্লি গ্রামে থাকেন এই কাঠের শিল্পী, পেশায় তিনি একজন ছুতোর। নাম কৃষ্ণমূর্তি আচার।

তিনি ১৯.৫ ফুট লম্বা প্রকান্ড এই কাঠের কলমটি বানিয়েছেন।

Published on: সেপ্টে ৩, ২০১৯ @ ২৩:৪১

এসপিটি নিউজ ডেস্ক:  এই কলমে লেখা যাবে না, তবে রেকর্ড হয়তো করা যাবে। আর অবশ্যই লোকের নজর কাড়া যাবে। এমনি একজনকে পাওয়া গেন কর্ণাটকের শিবামোজ্ঞার অভিনাহল্লি গ্রামে যেখানে এক ছুতোর মিস্ত্রি প্রকান্ড এক কলম বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন।

কে এই কাঠের শিল্পী

অভিনাহল্লি গ্রামে থাকেন এই কাঠের শিল্পী, পেশায় তিনি একজন ছুতোর। নাম কৃষ্ণমূর্তি আচার। অসাধারণ তাঁর হাতের কাজ। সৃষ্টিশীল কাজে তাঁর পারদর্শীতা গ্রামের সকলেরই জানা।মাঝবয়সী এই মানুষটিকে ঘিরে আগ্রহ সকলের। এত বড় প্রকান্ড মাপের এই কলম বানাতে গিয়ে তাকে যে শ্রম ও ব্যয় স্বীকার করতে হয়েছে তা খুবই লক্ষ্যনীয়। এখনও পর্যন্ত কলমটি তৈরি করার পিছনে যে পয়সা খরচ হয়েছে তা কিন্তু উঠে আসেনি। তাঁর লক্ষ্য শুধু একটাই যে এই প্রকান্ড মাপের কলমটিকে গিনেস রেকর্ডে তুলবেন।

কি বলছেন শিল্পী কৃষ্ণমূর্তি

অনেকেই জানতে চেয়েছে যে এত বড় কলম তৈরির প্রয়োজনীয়তা কতটা জরুরী ছিল? জবাবে কৃষ্ণমূর্তি জানিয়েছেন- “সাম্প্রতিককালে ফাউন্টেন পেন একেবারেই হারিয়ে গেছে বলা যায়। আগের মতো সেভাবে চোখেও পড়ে না আর এই ধরনের কলম। আমার তাই মনে হয়েছে এই ধরনের কলমের কথা আজও মানুষকে মনে করিয়ে দেওয়া জরুরী। আর তার জন্যই আমার এই পরিশ্রম।”

আর সেই জন্য তিনি ১৯.৫ ফুট লম্বা প্রকান্ড এই কাঠের কলমটি বানিয়েছেন। এজন্য তাকে বেশ কিছুদিন পরিশ্রম করতে হয়েছে। তিনি এই প্রকান্ড কলমের বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তথ্য পাঠিয়েছেন। এখন অপেক্ষায় আছেন- শেষ পর্যন্ত কি খবর আসে তার জন্য।

Published on: সেপ্টে ৩, ২০১৯ @ ২৩:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 1 =