১৯ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আবহাওয়া দফতরের সতর্কতা

আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১৫, ২০২১ @ ২১:৪৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ অক্টোবর:  নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে ১৭ ও ১৮ অক্টবর বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু, আজ তারা দের আরও এক বুলেটিনে জানিয়েছে, এই দুর্যোগ আরও একদিন বেড়ে ১৯ অক্টোবর পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ সেই অনুযায়ী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাজুড়ে ভারী বৃষ্ট সহ বজ্রবিদ্যুৎ সহ ঝরের সম্ভাবনা আছে।

আজ এক বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছে যে গতকাল মধ্য বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের উপর নিম্নচাপ এলাকা তৈরি হয়েছিল এবং তা এখন পশ্চিম মধ্য এবং উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে।

পূর্বাভাষঃ

আগামী ১৭ ও ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এর মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু’এক জায়গায়, যেখানে ৭-১১ সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে ওই দু’দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।বলা হয়েছে, ওই দু’দিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু’এক জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।১৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

মৎস্যজীবীদের সতর্ক বার্তা

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক প্রধান ড. সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন-উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত-বাংলাদেশ উপকূলে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে আগামী ১৭ ও ১৮ অক্টোবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। যারা এ মুহূর্তে সমুদ্রে আছেন, তাদের ১৬ তারিখ সন্ধ্যার মধ্যে ফিরে আসার অনুরোধ করা হচ্ছে।

তিনি আর ও জানিয়েছেন যে এই সময় নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, নিচু স্থানগুলি জলমগ্ন ও মাঠের ফসলের ক্ষতির সম্ভাবনা আছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথাও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক প্রধান ড. সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

Published on: অক্টো ১৫, ২০২১ @ ২১:৪৩


শেয়ার করুন