এই মুহূর্তে নতুন করে আর বৃষ্টির পূর্বাভাস নেই, আছে কুয়াশার সম্ভাবনা

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৫, ২০২২ @ ২২:০৪

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ জানুয়ারি:  মেঘ কেটে গিয়ে আকাশে রোদ উঠেছে। গতকাল থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আজ ভোরে কুয়াশা পড়েছিল। পরে রোদ ওঠে। তবে এই মুহূর্তে নতুন করে পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের কাছে। আজ সারা দিনে খুবই সামান্য বলা যেতে পারে ছিটেফোটা বৃষ্টি হয়েছে দু’টি জায়গায়।

আজ সারা দিনে কলকাতায় আকাশ মোটামুটি পরিষ্কারই ছিল।সকালে কুয়াশা পড়েছিল আর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল। বৃষ্টি হয়নি। এদিন উপ-হিমালয় জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমত্রা সবচেয়ে কম কোচবিহারে ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজ্যে উল্লেখযোগ্য কয়েকটি জায়গার এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোল-১৬.৬, বাঁকুড়া-১৫.৭, বারাকপুর-১৩.০,  বর্ধমান-১৫.৮, কৃষ্ণনগর-১৪.৬, মেদিনীপুর-১৫.৭, পানাগড়-১৪.৮, পুরুলিয়া-১৪.১, শ্রীনিকেতন-১৫.২, শিলিগুড়ি-১০.৭, জলপাইগুড়ি-১১.১, কোচবিহার-১০.১, বালুরঘাট-১১.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে পাহাড়ে দার্জিলিং-এ তাপমাত্রার পারদ নেমে গিয়ে হয়েছে ১.৬ ডিগ্রি সেলসিয়াস।

Published on: জানু ২৫, ২০২২ @ ২২:০৪


শেয়ার করুন