বালির টাকা কে খাচ্ছে তা নজর রাখুন- জেলশাসককে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                         ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ৪, ২০১৮ @ ২১:৪৪

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                         ছবি-বাপন ঘোষ

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৪ ডিসেম্বরঃ আপনারা এত লোক থাকা সত্ত্বেও কেন বালি খাদান বন্ধ হয়নি? আমি এলে দু’দিন বন্ধ থাকে, আমি চলে গেলে ফের বালি খাদান ব্যবসা রমরমিয়ে চলে। ভূমি সংস্কার আধিকারিকদের দাঁড় করিয়ে রীতিমতো ধমকের সুরে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক সভায় কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বালি খাদান নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল। এদিনের প্রশাসনিক সভায় বসে মুখ্যমন্ত্রী তাই এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসনকে আরও কড়া হতে নির্দেশ দেন। তিনি জেলশাসক পি মোহন গান্ধীকে বলেন-” বালি খাদানগুলিতে সিসিটিভি ক্যামেরা বসাও। পাশাপাশি বালির টাকা কে খাচ্ছে, তা নজর রাখো।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বে-আইনি বালি খাদান বন্ধ করার নির্দেশ দেন জেলার ভূমি-সংস্কার আধিকারিক ও জেলাশাসককে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন-“কংসাবতী নদী সহ বিভিন্ন নদী থেকে যেভাবে লোকাল মাফিয়ারা বেআইনিভাবে বালি তুলছে তাতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর ফলে কংসাবতী নদীর কাছে যেটি তৈরি করা হয়েছে সেটি নষ্ট হয়ে যেতে পারে।”

এর পাশাপাশি গ্রামের রাস্তায় বড় গাড়ির দাপাদাপি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই পুলিশ প্রশাসনকে- এসব বড় গাড়ি ঢুকলেই মোটা টাকা জরিমানার পাশাপাশি ১০দিন গাড়ি আটকে রাখবে। গ্রামের রাস্তায় ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি কোনওভাবেই যেন না প্রবেশ করে। টোল ট্যাক্স ফাঁকি দিতেই গাড়িগুলি জাতীয় সড়ক দিয়ে না গিয়ে গ্রামের রাস্তা ধরছে। এসব বন্ধ করতে নির্দেশ দেন প্রশাসনকে।

Published on: ডিসে ৪, ২০১৮ @ ২১:৪৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − = 93