কর্ণাটকে ‘রানী’ দিল পাঁচ শাবকের জন্ম- এভাবেই বেড়ে চলেছে দেশে বাঘের সংখ্যাও

Main দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে পিলিকুলা বায়োলজিক্যাল পার্কে বাঘটি তিন সপ্তাহ আগে পাঁচটি ব্যাঘ্র শাবকের জন্ম দিয়েছে।

2014 সালের তুলনায় ভারতে বাঘের সংখ্যা 741টি বৃদ্ধি পেয়েছে।

2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাঘ সম্মেলনে 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

Published on: সেপ্টে ১, ২০১৯ @ ২০:০৭ 

এসপিটি নিউজ ডেস্কঃ বিশ্বের অন্য সব দেশের চাইতে ভারতে বাঘ খুবই সুরক্ষিত। সম্প্রতি প্রকাশিত বাঘ গণনার ফলাফলে সেই চিত্র ধরাও পড়েছে। এরই মধ্যে কর্ণাটকে একটি রইয়্যাল বেঙ্গল টাইগার এক সঙ্গে পাঁচটি ব্যাঘ্র শাবকের জন্ম দিয়েছে।যা দেখে রীতিমতো উৎসাহী ব্যাঘ্রপ্রেমীরা।বাঘ সংরক্ষণে সারা বিশ্বকে এখন পথ দেখাচ্ছে ভারত।বেড়ে চলেছে বাঘের সংখ্যাও।

বাঘ বাঁচানোর অভিযানে ফল মিলছে

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে পিলিকুলা বায়োলজিক্যাল পার্কে বাঘটি তিন সপ্তাহ আগে পাঁচটি ব্যাঘ্র শাবকের জন্ম দিয়েছে। বাঘটির নাম রানী।সম্প্রতি, 29 জুলাই বিশ্ব বাঘ দিবস উদযাপিত হয়েছিল। দেশে বাঘ বাঁচাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বাঘ বাঁচানোর অভিযানের মাঝে কর্ণাটকে একটি বাঘের বেশ কয়েকটি শাবকের জন্ম দেওয়া তারই ফল বলে মনে করছে ব্যাঘ্রপ্রেমীরা।

দেশে এখন বাঘের সংখ্যা ক্রমেই উর্ধ্বমুখী

জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের মতে, 2014 সালে ভারতে সর্বমোট গণনা করা হয়েছে 2226টি বাঘ। যা 2010 সালের আদমশুমারির চেয়ে অনেক বেশি। 2010 সালে বাঘের সংখ্যা ছিল 1706। নতুন পরিসংখ্যান অনুসারে, দেশে বাঘের সংখ্যা 2967 এ পৌঁছেছে। আন্তর্জাতিক বাঘ দিবসে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করেছিলেন অল ইন্ডিয়া টাইগার এসটিমেশন 2018। এই অনুযায়ী 2014 এর তুলনায় বাঘের সংখ্যা 741টি বৃদ্ধি পেয়েছে।

বাঘ সম্মেলনের শর্ত পূরণে সফল ভারত

আপনাদের জেনে রাখা ভাল যে ‘বিশ্ব বাঘ দিবস’ শুরু হয়েছিল 2010 সাল থেকে। 2010সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাঘ সম্মেলনে বাঘ সংরক্ষণের জন্য প্রতি বছর ‘আন্তর্জাতিক বাঘ দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার পর থেকে বিশ্ব বাঘ দিবস প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়। 13 টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছিল এবং 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।যা ভারত ইতিমধ্যেই পূরণ করে ফেলেছে।

Published on: সেপ্টে ১, ২০১৯ @ ২০:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 41 = 49