করোনাভাইরাস: ছিনিয়ে নিয়েছে বিশ্বখ্যাত এই মানুষগুলিকে

Main কোভিড-১৯ দেশ বিদেশ স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

টিভি খুলুন কিংবা সংবাদপত্র দেখুন শুধু একটাই খবর করোনাভাইরাস।খালি কতজন আক্রান্ত কত মৃত্যু এই নিয়েই ঢাক পেটানো চলছে। কিন্তু এর বাইরেও যে এই সংক্রান্ত বিষয়ে সারা বিশ্বে কত কিছু ঘটে চলেছে সেটা অনেকেই জানতে পারছে না। এ পর্যন্ত বিশ্বে মোট কতজন সেলিব্রিটি করোনাভাইরাসের শিকার হয়ে মৃত্যুবরন করেছেন সেটা জানাতেই সংবাদ প্রভাকর টাইমস-এর এই প্রতিবেদন।তাদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।

Published on: মার্চ ৩০, ২০২০ @ ২৩:৪২ 

 Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, ৩০ মার্চ:  শেষ কবে এমন মহামারী হয়েছিল তা আমাদের জানা নেই। যেখানে বিশ্বের বিখ্যাত মানুষ মৃত্যুর মিছিল থেকে রেহাই পায়নি। নভেল করোনাভাইরাস যা কিনা কোভিড-19 বলে পরিচিতি লাভ করে মহামারীর আকার নিয়েছে তাতে গোটা বিশ্বজুড়ে একের পর এক বিখ্যাত মানুষ মারা গেছে। এই তালিকা একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে মৃত্যুর কাছে কেউ পৃথক নয়। সেখানে বিখ্যাত সাধারণ বলে কিছু হয় না। গত কয়েকদিনে এভাবেই একের পর এক বিশ্বখ্যাত ব্যক্তি মৃত্যুর মিছিলে হেঁটেছেন। দেখে নেওয়া যাক তাদের তালিকা।

মারিয়া টেরেসা

স্পেনের রাজকন্যা বার্বোন-পারমার মারিয়া টেরেসা করোনাভাইরাসের শিকার হলেন। বিশ্বে তিনিই প্রথম রাজবংশের সন্তান যিনি কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেলেন। তাঁর ভাই প্রিন্স সিক্সটো এনরিক এক বিবৃতি দিয়ে এমনটা জানিয়েছেন। রাজা ষষ্ঠ ফিলিপের খুড়তুতো বোন ছিলেন এই রাজকন্যা। গত বৃহস্পতিবার প্যারিসে রাজকন্যার মৃত্যু হয় বলে তাঁর ভাই জানান। শুক্রবার মাদ্রিদে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

টেরেন্স ম্যাকনালি

আমেরিকান নাট্যকার ও চিত্রনাট্যকার টেরেন্স ম্যাকনালি 81 বছর বয়সে 24 মার্চ মারা গেছেন। তিনি সরসোটার একটি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর কারণ করোনভাইরাস থেকে জটিলতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি সিওপিডি-র সাথেও লড়াই করছিলেন এবং তিনি ফুসফুসের ক্যান্সার থেকে বেঁচেও গিয়েছিলেন।কিন্তু এবার শেষ রক্ষা হল না।

জো ডিফি

বিখ্যাত সংগীত তারকা জো ডিফি 29 মার্চ মাত্র 61 বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 1990 সালে তার বিখ্যাত গান-“প্রপ মি বিসাইড দ্য জিউকবক্স” এবং “পিকআপ ম্যান”।মারা যাওয়ার দু’দিন আগে তাঁর পজিটিভ টেস্ট হয়েছিল।

কেন শিমুরা

জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 29 মার্চ মারা যান। 17 মার্চ তাঁর শরীরে করোনাভাইরাসের লক্ষঙ্গুলি ধরা পড়েছিল। 20 মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 70 বছর।

মারিয়া মারক্যাডার

বিখ্যাত নিউজ চ্যানেল সিবিএস-এর নিউজ প্রোডিউসার এবং ট্যালেন্ট এক্সিকিউটিভ মারিয়া মারক্যাডার 29 মার্চ নিউইয়র্কে কোভিড-19 এ আক্রান্ত হয়ে মারা যান।এই খবর সুনিশ্চিত করেছে তাদের সিবিএস চ্যানেল। ৪৪ বছর বয়সী মারিয়া মারক্যাডার গত তিন দশক ধরে সিবিএস চ্যানেলে কাজ করছিলেন, নেটওয়ার্কের পেজ প্রোগ্রামে তিনি তাঁর কাজ শুরু করেছিলেন, সিবিএস প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

কিন্তু গত কয়েক বছর ধরে শরীরে দুরারোগ্য ক্যান্সার নিয়ে অত্যন্ত সাহসের সঙ্গে লড়াই করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এজন্য তিনি একাধিক চিকিৎসা এবং সার্জারি করিয়েছেন। প্রতিবারই তিনি জীবনের অসম্ভব দৃঢ়তা আর চ্যালেঞ্জকে জয় করে ফিরে এসেছিলেন, বলেছেন তাঁর সহকর্মীরা। কিন্তু এবার তাঁকে সেই সুযোগ আর দিল না এই মারাত্মক করোনাভাইরাস-এর সংক্রমন। যা তাঁকে চিরদিনের জন্য হারিয়ে দিল।

অ্যালান মেরিল  

গিটারিস্ট, কণ্ঠশিল্পী, এবং গীতিকার  অ্যালান মেরিল করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে 29 মার্চ মারা যান। 69 বছর বয়সী মেরিল এই হিট গান “আই লাভ ‘রক‘ এন রোল” লেখার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন।

মার্ক ব্লাম

আরও এক সেলিব্রিটি 69 বছর বয়সী অভিনেতা মার্ক ব্লাম করোনাভাইরাস জটিলতায় 25 মার্চ মারা যান। তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে- ” ডেস্পারেটলি সিকিং সুসান” এবং “ক্রোকোডাইল ডান্ডি”র পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গেছে- “সাকসেশন,” “ইউ” এবং “মোজার্ট ইন দ্য জঙ্গল”।

ফ্লয়েড কার্ডোজ

বিশ্বখ্যাত শেফ ফ্লয়েড কার্ডোজ 25 মার্চ নিউ জার্সিতে মারা যান ওই একই কারণে।18 মার্চ তাঁর করোনাভাইরাস ধরা পড়েছিল। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল 59 বছর।

মনু দিবাঙ্গো

জাজ সংগীতশিল্পী মনু দিবাঙ্গো একজন বিশ্বখ্যাত স্যাক্সোফোনিস্ট, যিনি বিশ্ব নৃত্য সংগীতের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী হিসেবে আফ্রিকান ছন্দকে মাতাল করে দিয়েছিলেন। তার সংগীত প্রকাশক জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে 24 মার্চ তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল 86।ক্যামেরুনে জন্মগ্রহণকারী স্যাক্সোফোনিস্ট দিবাঙ্গো ১৯৭২ সালে “সোল মাকোসা” গানে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। তবে প্যারিসেই তাঁর মৃত্যু হয়।

Published on: মার্চ ৩০, ২০২০ @ ২৩:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 70 = 78