ঐতিহাসিক জয়ের পরই আজ আদবানি-জোশির সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি-শাহ

দেশ
শেয়ার করুন

Published on: মে ২৪, ২০১৯ @ ১৫:৩০

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ২৪ মে : বিজেপি-সমর্থিত এনডিএ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ শুক্রবার দলের দুই বর্ষীয়ান প্রবীণ নেতা এল কে আদবানি ও মুরলি মনোহর যোশী্র সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের আশীর্বাদ নেন।

আদবানিজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ট্যুইট করে মোদি লেখেন- “বিজেপির এই সাফল্য আজ সম্ভব হয়েছে কারণ তাঁর মতো মহান ব্যক্তি দল গড়ে তোলার এবং জনগণের জন্য নতুন মতাদর্শগত বিবরণ প্রদানের জন্য সময় কাটিয়েছেন।” আর একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছিলেন,” ড. মুরলি মনোহর জোশী একজন পণ্ডিত ব্যক্তি এবং বুদ্ধিজীবী শ্রেষ্ঠত্ব। তাঁর ভারতীয় শিক্ষার উন্নতিতে অবদান অসাধারণ। তিনি সর্বদা বিজেপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন এবং আমার মতো বেশ কয়েকজন কার্যকর্তাকে পরামর্শ দিয়েছেন। আজ সকালে তাঁর সঙ্গে দেখা করলাম এবং তাঁর আশীর্বাদ নিলাম।”

৫৪৩ সদস্যের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রবণতা দেখা দেওয়ায় আদবানি ও জোশী উভয়ই মোদি ও শাহকে অভিনন্দন জানান।

আদবানি বলেন, নির্বাচনে এই অভূতপূর্ব বিজয়ের প্রতি বিজেপিকে নেতৃত্ব দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন।তিনি দলীয় কর্মীদের সাফল্যের জন্য পার্টির কর্মীদের এবং অমিত শাহের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। আদবানি বলেন, “বিজেপি সভাপতি হিসাবে অমিতাভাই এবং দলের সকল ডেডিকেটেড কর্মীরা দেশের প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর বিষয়ে বিজেপিকে নিশ্চিত করার প্রচেষ্টায় ব্যাপক চেষ্টা করেছে”।

গান্ধীনগর লোকসভার প্রতিনিধিত্ব করেছিলেন প্রবীণ বিজেপি নেতা। তিনি সেই নির্বাচনী এলাকার ছয়বারের সাংসদ। শাহ বিপুল ব্যবধানে জিতেছে এবং ওই আসন থকেই জনপ্রতিনিধি নির্বাচনে  অভিষেক হল। নির্বাচন কমিশনের মতে, বিজেপি ২৯৯টি আসন জিতেছে এবং চারটিতে এগিয়ে আছে। কংগ্রেস মাত্র ৫২টি আসন নিয়ে দ্বিতীয় স্থানেই শেষ করেছে।

Published on: মে ২৪, ২০১৯ @ ১৫:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =