জব্বলপুর-কলকাতা রুটে স্পাইসজেটের সরাসরি উড়ান, উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সিন্ধিয়া

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২২, ২০২২ @ ২১:৩০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২২ জুলাই: পুজোর আগে বাংলার ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর। স্পাইসজেট আজ থেকে চালু করল জব্বলপুর-কলকাতা সরাসরি উড়ান পরিষেবা। আজ নিজের দফতরে এই নয়া উড়ান পরিষেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। উদ্বোধন করে তিনি বলেন- প্রগতি ও বিকাশের লক্ষ্যে দেশের প্রতিটি ছোট ছোট শহরের মধ্যে উড়ান সংযোগ করা হচ্ছে।এটা তারই অংশ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত স্পাইসজেটের কর্ণধার অজয় সিং-কে এই নয়া রুটে উড়ান পরিষেবা চালু করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী।

কলকাতা-জব্বলপুর উড়ান সংযোগ-দেখে নিন সময়সূচী

পুজোর মরশুমের আগে পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে মধ্যপ্রদেশের জব্বলপুরের উড়ান সংযোগ বেশ তাৎপর্যপূর্ণ। এর ফলে ঘুরতে যাওয়া বাঙালিরা যাতায়াতের সুবিধা পাবে। অনেক সহজেই তারা পৌঁছে যেতে পারবে মার্বেল পাথর আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যের স্থান জব্বলপুরে। স্পাইসজেটের এই উড়ান সকাল ৬টা বেজে ১০ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে সাড়ে আটটা নাগাদ জব্বলপুরে পৌঁছবে। আবার জব্বলপুর থেকে বিকেল ৭টা ১৫মিনিটে রওনা হয়ে রাত সাড়ে আটটা নাগাদ কলকাতা পৌঁছবে।

জব্বলপুর এয়ারপোর্ট সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধরেন মন্ত্রী সিন্ধিয়া

এদিনের উদ্বোধনের আগে জব্বলপুর এয়ারপোর্ট সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধরেন মন্ত্রী সিন্ধিয়া। তিনি বলেন- সাড়ে ন’শো একর জমিতে গড়ে উঠেছে জব্বলপুর এয়ারপোর্ট। এই বিমানবন্দরে এখন ১৯৮৮ মিটার রানওয়ে আছে, সেটা এবার ২৭৫০ মিটার হতে চলেছে। পিক টাইমে যেখানে ২০০ প্যাসেঞ্জার হয় তা এবার আমরা ৫০০ জনের উপযোগী করতে চলেছি। যা এখন ২৬০০ বর্গ মিটার আছে তা এবার ১০ হাজার বর্গ মিটার বানাতে চলেছি। তিনটি অ্যারোড্রাম তৈরি করা হচ্ছে। জব্বলপুরে অ্যারোড্রামের কথা আগে ভাবাই যেত না। এসব ৪১২ কোটি টাকার প্রকল্প। ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ এয়ারপোর্ট আমরা মধ্যপ্রদেশ ও দেশের মানুষের কাছে সমর্পন করতে চলেছি।

উড়ান বেড়েছে মধ্যপ্রদেশে

উড়ান পরিষেবায় মধ্যপ্রদেশ যে ক্রমে উন্নতি করছে নির্দিষ্ট তথ্য তুলে ধরে সেটাই জানালেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। তিনি বলেন- একসময় জব্বলপুরে ৯৫টি এয়ারক্র্যাফট চলত। এখন সেখানে ১৮২টি  এয়ারক্র্যাফট চলছে। গোয়ালিয়র চার শহরের সঙ্গে যুক্ত ছিল। এখন গোয়ালিয়র ন’টি শহরের সঙ্গে জুড়েছে। যেখানে ৫৬ এয়ারক্র্যাফট ছিল সেখানে আজ ১০০ এয়ারক্রাফট হয়েছে।  ইন্দোর ১২ শহরের সঙ্গে জুড়ে ছিল এখন তা ২০ শহরের সঙ্গে জুড়েছে। যে ইন্দোরে আগে ৩০৮টি এয়ারক্র্যাফট চলত এখন সেখানে ৪৭০টি এয়ারক্র্যাফট চলছে। ভূপাল যা কিনা পাঁচ শহরের সঙ্গে জুড়ে ছিল এখন তা ১৩ শহরের সঙ্গে জুড়েছে। যেখানে এয়ারক্র্যাফট মুভমেন্ট ৯৪ ছিল এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৩২। মধ্যপ্রদেশে ৫৫৫টি উড়ান গত জুলাই পর্যন্ত চলছিল এখন তা প্রতি সপ্তাহে ৯৮০ হয়ে গিয়েছে।

স্পাইসজেটের নয়া উড়ান

হায়দ্রাবাদ-নাসিক, আমেদাবাদ-জয়পুর, অমৃতসর-আমেদাবাদ, দিল্লি-ধরমশালা, দিল্লি-খাজুরাহো, দিল্লি-নাসিক, মুম্বই-মাদুরাই, বারানসী-আমেদাবাদ, দিল্লি-হায়দ্রাবাদ উড়ান পরিষেবাও চালু করেছে স্পাইসজেট ।

টাফি’র অনিল পাঞ্জাবি বললেন, প্রশংসনীয় উদ্যোগ

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান(পূর্বাঞ্চল) অনিল পাঞ্জাবি এসপিটি-কে বলেন- কলকাতা-জব্বলপুরের মধ্যে স্পাইসজেটের সরাসরি উড়ান পরিষেবা চালু নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এর ফলে আমাদের রাজ্যের মানুষ উপকৃত হবেন। এখন তারা সরাসরি অল্প সময়ে জব্বলপুর পৌঁছে যাবেন। ইতিমধ্যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে যে কলকাতা থেকে সমস্ত শহরের যংযোগ বেশি করে হোক। ইতিপূর্বে কলকাতা-দেওঘর রুটেও উড়ান পরিষেবা চালু হয়েছে। এবার হল জব্বলপুরের সঙ্গে সংযোগ। আশা করি, পুজোর আগে আরও কিছু সুখবর আমাদের জন্য থাকছে।

Published on: জুলা ২২, ২০২২ @ ২১:৩০


শেয়ার করুন