এসএসসি দুর্নীতি মামলাঃ গ্রেফতারের ৬ দিন পর রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২৮, ২০২২ @ ১৭:৪৬

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ জুলাই: এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতা্রের ৬ দিন পর পার্থ চট্টোপাধ্যায়কে আজ রাজ্য মন্ত্রিসভার তিনটি দফতর থেকে অপসারিত করা হল। রাজ্যের মুখ্যসচিব এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প-বাণিজ্য, পরিষদীয় ও তথ্য-প্রযুক্তি দফতর থেকে অপসারিত করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বর্তমানে এই তিনটি তিনি সামলাবেন, যতদিন না নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে।

মুখ্যসচিবের সাক্ষর করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী, শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগ, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগ, সংসদ বিষয়ক বিভাগ এবং পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগ এইভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। আজ থেকে এটি কার্যকরী হবে।

আজ সকাল থেকে দলের যুব নেতারাদের একাংশ দাবি তোলে যে এত বড় দুর্নীতির দায় তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকার কেন বহন করবে। দল এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। দলের মুখপাত্র কুণাল ঘোষও একইভাবে দাবি তোলেনযে পার্থবাবু যদি সত্যি নির্দোষ বলে নিজেকে মনে করেন তাহলে সেটা উনি ব্লছেন কেন?

এরপরই রাজ্য মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারিত করার বিজ্ঞপ্তি জারি করা হয়। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির জরুরী বৈঠক ডাকেন। সেখানে কি সিদ্ধান্ত নেওয়া পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেদিকে তাকিয়ে সকলে।

যদিও বিরোধী বিজেপি , সিপিএম সকলেই দাবি তুলেছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে বলির পাঁঠা বানিয়ে দায় এড়িয়ে গেলে চলবে না। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে।

ইতি মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়্যের দুই’টি ফ্ল্যাট থেকে এ পর্যন্ত নগদ প্রায় ৫০ কোটী টাকা উদ্ধার করেছে ইডি। উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা, বিদেশি মুদ্রাও। চলছে ইডি-র তল্লাশি।

Published on: জুলা ২৮, ২০২২ @ ১৭:৪৬


শেয়ার করুন