‘আমি শান্ত থাকলে ভাল থাকি আঘাত করলে হই অপ্রতিরোধ্য, মৃত্যুকে সঙ্গে নিয়ে ছুটে বেড়াই’

Main রাজ্য
শেয়ার করুন

“বাংলা গুজরাট বানাতে দেব না।”

“আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়।”

Published on: জুন ১৪, ২০১৯ @ ২৩:৫৩

এসপিটি নিউজ, কাঁচরাপাড়া, ১৪জুন: রাজ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের মত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।কার্যত বিজেপিকে উদ্দেশ্য করে তিনি জানিয়ে দিলেন- “আমাকে শান্তিতে থাকতে দিন। আমি শান্ত থাকলে খুব ভাল। আমায় যদি তোমরা আঘাত করো তাহলে কিন্তু আমি অপ্রতিরোধ্য। আমাকে আটকাবার ক্ষমতা তোমাদের কারও নেই।”

তৃণমূল কংগ্রেস যারা ছাড়তে চান তাদের সাত দিন সময় দিলেন মমতা

ইদানীং তৃণমূল কংগ্রেস ছেড়ে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেছেন। এখনও অনেকেই লাইনে রয়েছেন। বারাকপুর লোকসভা কেন্দ্রে এই প্রবণতা একটু বেশি। ইতি মধ্যে সেখানে চারটি পুরসভা থেকে তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা বিজেপিতে যোগ দিয়েছেন। অনেকেই মনে করছেন এর পিছনে হাত রয়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া দুই নেতা অর্জুন সিং ও মুকুল রায়ের। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন- “দুটো ডাকাত পকেট কাটবে।যখনই তাদের বলব এসব অন্যায় কাজ করতে বাধা দেব, রুখব তখনই তারা অন্য দলে যাবে। যেতে দিন। আমি সাতদিন সময় দিলাম যার যার যাওয়ার দরকার চলে যাও ভাই। দলটা শুদ্ধ হয়ে যাবে। পবিত্র হয়ে যাবে। বাংলা গুজরাট বানাতে দেব না।ভয় পাওয়ার প্রয়োজন নেই। আজকে বাংলার উপর আঘাত আসছে। মায়ের উপর আঘাত আসছে। মাটির উপর আঘাত আসছে। সেই ধারণা থেকে বলছি বাংলাকে গুজরাট বানাতে দেব না। এই প্রতিজ্ঞা এই শপথ নিয়ে মা-বোনেরা আমার এগিয়ে আসুন। জয় হিন্দ বাহিনী এগিয়ে আসুন।”

মমতার চ্যালেঞ্জ

“আমার তৃণমূল কংগ্রেস যারা করবে মাথা উঁচু করে চলবে ভয় পাবে না। ভয়ের কাছে মাথা নত করবে না। আমি ভয় টয় পাই না। আমি হাজার লড়াই করেও আমি হেরে যেতে পারি তার কারণ আমার আন্দোলন থেকে জন্ম। জন্মেছি আমি আন্দোলনের মধ্য দিয়ে। আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ-টাভ নেই। আমি বলি না আমাকে শান্তিতে থাকতে দিন। আমি শান্ত থাকলে খুব ভাল। তখন আমি একটু আঁকি, একটু লিখি, একটু গান গাই। আর আমায় যদি তোমরা আঘাত করো তাহলে কিন্তু আমি অপ্রতিরোধ্য। আমাকে আটকাবার ক্ষমতা তোমাদের কারও নেই।আমি রোজ জন্মাই-রোজ জাগি- রোজ ঘুমাই। আর মৃত্যু আমার সঙ্গে সঙ্গে ছুটে বেড়ায়। আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। এটা মাথায় রাখবেন।” বলেন মমতা।

কর্মীদের উজ্জ্বীবিত করলেন মমতা

কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন- “বুথগুলো তৈরি করুন। অঞ্চলগুলো তৈরি করুন।” এরপর নাম না করে বিজেপিকে উদ্দেশ্যে করে বলে ওঠেন- “ওরে এখনও দু’বছর গরমেন্টটা আছে। তারপর পাঁচ বছরের জন্য আসবে। গরমেন্টটা আমাদের, এটা মাথায় রাখো ভাই। লজ্জা করে না বাংলায় ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বাংলায় রাজনীতি করেন লজ্জা করে না। বড় বড় কথা। এসব দম আমার দেখা আছে। দমদমাদম আলুর দম অনেক দেখেছি। আমাকে আমার দলের নেতারা বলেছিল- দিদি ও গদ্দার সাবধানে থেকো।আমি তবু ওকে বিশ্বাস করেছিলাম। এটা আমার দোষ। আমি একটু বেশি মানবিক। ৩৪ বছরের সিপিএমের অত্যাচারের পর আমি রবীন্দ্র সংগীত আর নজরুল গীতি বাজাতে বলেছিলাম। কাউকে গায়ে হাত দিতে দি নি। সিপিএমের হার্মাদদের অত্যাচার করতে দি নি। আজ তারাই কিন্তু বিজেপির ফেট্টি বেঁধে ঘুরে বেড়াচ্ছে।অনেক হয়েছে।সুযোগ একবার দেওয়া যায় বার বার নয়। এখন থেকে আপনারা চাবুকের মতো লড়াই করবেন। ওরা একটা মিটিং করলে পালটা ১০টা মিটিং করবেন। ওরা কালো পতাকা দেখালে আপনাদের ঘরে কালো ছাতা নেই। আমাদের এখানে কালচার নয়। এখানে আমরা জুতো ছুড়ি না। কাদা ছুড়ি না।”

Published on: জুন ১৪, ২০১৯ @ ২৩:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 41 = 51