১৫ই আগস্টের কালরাত্রীকে উপজীব্য করে প্রথম মঞ্চ নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’

Main বাংলাদেশ বিনোদন
শেয়ার করুন

Published on: আগ ১১, ২০১৮ @ ২০:৩৭

এসপিটি নিউজ, ঢাকা, ১১ আগস্ট: পঁচাত্তরের ১৫ই আগস্টের সেই কাল রাত্রীকে উপজীব্য করে এই প্রথম মঞ্চে আসছে কোনও নাটক। নাটকটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক আশিক রহমান লিয়ন-এর পরিকল্পনা ও নির্দেশনায় ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নামক এ নাটকটি প্রযোজনা করছে ঢাকার অন্যতম নাটকের দল ‘মহাকাল নাট্যসম্প্রদায়।’

দলটির সভাপতি মীর জাহিদ হাসান জানিয়েছেন, জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে বাঙালির শোকের মাস আগস্টের ১৩ তারিখ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। এর আগে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় শোক দিবস স্মরণে ২য় মঞ্চায়ন হবে ১৪ই আগস্ট মূল হলে এবং ৩য় মঞ্চায়ন হবে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পরিক্ষণ থিয়েটার হলে।

নাট্যকার আনন জামান বলেন, ‘দীর্ঘ নয় মাস গবেষণালব্ধ এ পান্ডুলিপিতে জাতির জনককে হত্যার প্রত্যক্ষ পরিকল্পনাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়াদের অংশগ্রহণ ও কার্যকারণ উন্মোচিত হয়েছে- যা প্রজন্ম থেকে প্রজন্মের জানার অধিকার রয়েছে। একটি ভূখন্ডের স্থপতি মহান নেতার হত্যাকারীদের চেনবার জানবার– ঘৃণা প্রকাশের অধিকার রয়েছে স্বাধীন নাগরিকগণের।’ তিনি জানান, মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ও সাধারণ মানুষের সাথে তার নিবীড় সম্পর্ক, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনে তার সত্যনিষ্ঠ দুর্বার প্রচেষ্টা রচিত হয়েছে এ পান্ডুলিপিতে।

এছাড়াও হত্যা মামলায় ফাক ফোকর গলে বেড়িয়ে আসা হত্যাকারীদের গোপন সংশ্লিষ্টতা যুক্তি প্রমাণসহ উপস্থাপন এবং ইতিহাসের ধোঁয়াশায় সুকৌশলে আড়ালকৃত খুনিদের হত্যা সংশ্লিষ্টতা ও বিচারের দাবি সহ এ নাটকে খুনিদের ষড়যন্ত্র ও মহান নেতার নামে তৈরি করা রটনা মিথ্যে প্রমাণিত হয়েছে।

মীর জাহিদ হাসান বলেন, মহান নেতার হত্যাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়া আর খুনিদের মুখোশ উন্মোচনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সতর্ক করা এবং খুনিদের ও তাদের অনুসারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করার প্রত্যয় তৈরিতে ভূমিকা রাখবে এ নাট্য প্রযোজনা। তিনি বলেন, দীর্ঘ ১০ মাস যাবৎ এ পান্ডুলিপি পর্যালোচনা ও পাঠচক্র এবং দেড়মাস যাবৎ একটানা এ নাটকের মহড়া চলেছে ও উদ্বোধনী মঞ্চায়ন প্রস্তুতির জন্য প্রায় ৪০জন পারফরমার নিয়মিত অভিনয় ও নেপথ্যে কাজ করে চলেছে।

Published on: আগ ১১, ২০১৮ @ ২০:৩৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 21 = 29