এবার জিম খোলার অনুমতি, অতিরিক্ত ছাড় যাত্রাপালা, শ্যুটিং-এ

কোভিড-১৯ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৭, ২০২২ @ ২২:০২

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ জানুয়ারি:  বিয়েবাড়ি, মেলার পর এবার জিম, যাত্রাপালা, টিভি কিংবা সিনেমার শ্যুটিং-এর ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হল।ধীরে ধীরে একের পর এক বিষয়ে কোভিড নির্দেশিকায় কিছুটা শিথিল করতে শুরু করেছে রাজ্য। আজ নবান্ন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় মুখ্যসচিব এই শিথিলতার কথা জানিয়েছেন।

নির্দেশিকায় বলা হয়েছে- ৫০ শতাংশ লোক নিয়ে রাত ৯টা পর্যন্ত জিম খোলা রাখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট জিমের মোট যতজন থাকতে পারে তার অর্ধেক লোক নিয়ে জিম চালানো যাবে। তবে সেক্ষেত্রে জিমের কর্মী এবং যারা জিমে আসছেন তাদের সকলকেই সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়া থাকতে হবে কিংবা আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ থাকতে হবে।

যাত্রা পালা চালু রাখারও অনুমতি দিয়েছে রাজ্য। এক্ষেত্রে নিয়ম সেই বিয়েবাড়ির মতোই রাখা হয়েছে অর্থাৎ মোট আসন ক্ষমতার ৫০ শতাংশ কিংবা ২০০ জন এর মধ্যে যেতা কম হবে সেই সংখ্যক লোক নিয়েই যাত্রাপালা হতে পারে। এটাও রাত ৯টা পর্যন্ত চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইনডোর কিংবা আউটডোর উভয় ক্ষেত্রে চলতে পারে। একই সঙ্গে কোভিড প্রোটোকল মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে সিনেমা কিংবা টিভি সিরিয়ালের শ্যুটিং চলতে পারে। সেই অনুমতিও দিয়েছে রাজ্য সরকার।

এর আগে গত ৩ জানুয়ারির নির্দেশিকায় জিম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই নিয়ম কিছুটা শিথিল করা হল। ইতিমধ্যে বিয়েবাড়ি এবং মেলার অনুষ্ঠান করার ক্ষেত্রেও কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।

Published on: জানু ১৭, ২০২২ @ ২২:০২


শেয়ার করুন