এককভাবে এভারেস্ট শৃঙ্গে পর্বতারোহন নিষিদ্ধ করল নেপাল, ২০১৮-র শুরু থেকেই তা কার্যকর হতে চলেছে

বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: ডিসে ৩০, ২০১৭ @ ১৭:৩১

এসপিটি নিউজ ডেস্কঃ একা একা এভারেস্টসহ অন্যান্য পর্বতারোহনে ওঠার ক্ষেত্রে নিষধাজ্ঞা জারি করল নেপাল সরকার।নতুন বছর ২০১৮ সাল থেকে এই বিধিনিষেধ কার্যকর হতে চলেছে।যা নিয়ে বিশ্বব্যাপী এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এজেন্সি ফ্রান্স প্রেস বা এএফপি-তে আজ বিশেষ সংবাদ প্রকাশিত হয়েছে-যেখানে বলা হয়েছে মাউন্ট এভারেস্ট সহ অন্যান্য পর্বতে এবার থেকে আর একা একা ওঠা যাবে না।হিমালয়ান জাতির পর্বতারোহণ প্রবিধান বিষয়ক একটি সংশোধনী বিল গত বৃহস্পতিবার নেপালের মন্ত্রিসভা অনুমোদন করেছে।যেখানে বলা হয়েছে ২০১৮ সাল থেকে এককভাবে পর্বতারোহন নিষিদ্ধ।

সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব মহেশওয়ার নেউপানে এএফপিকে বলেন, “এই পরিবর্তনের ফলে একক প্রচারাভিযান নিষিদ্ধ করা হয়েছে।”তাঁর কথায়, পর্বতারোহীদের নিরাপদে রাখতে এবং মৃত্যুর হ্রাস কমাতেই এই আইন সংশোধিত হয়েছে।অভিজ্ঞ সুইস পর্বতারোহী উলেই স্টেক এই বছরের এপ্রিল মাসে তাঁর জীবন হারিয়েছেন, যখন তিনি নুপসেতে একটি একক অভিযানে পর্বতমালার চূড়ায় উঠছিলেন থিক সেইসময় একটি খাড়া ছিদ্র দিয়ে পড়ে গেছিলেন,মৃত্যুর কোলেই ঢলে পড়েছিলেন তিনি। সেটি ছিল এভারেস্টের পাশেই।

এই নিষেধাজ্ঞা অভিষিক্ত একক পর্বতারোহীদের ক্রোধের শিকার হতে পারে, যারা একা চলাচলের চ্যালেঞ্জ ভোগ করে, এমনকি বোতলজাত অক্সিজেন কেড়ে নেয় এবং যারা বিশ্বের সবচেয়ে উঁচু শিখরে সম্ভাব্য মারাত্মক বাধা তৈরি করার জন্য বাণিজ্যিক অভিযানের ব্যাপক আভাস দেয়।মন্ত্রিপরিষদ দুই হাত কাটা ও অন্ধজনদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা অনুমোদন করেছে, যদিও এভারেস্ট তাদের প্রতিবন্ধীদের পরিপূর্ণতা অর্জনের জন্য পর্বতারোহীদের অধিকাংশকেই বের করে দিয়েছে এবং এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।’

নিউ জিল্যান্ডার মার্ক ইনগ্লিস, যিনি তাঁর পায়ে হিমবাহিত হয়ে দুই পা হারিয়েছেন, ২০০৬ সালে ৮,৮৪৮-মিটার (২৯,০২৯ ফুট) উচ্চতার এভারেস্টের শীর্ষে পৌঁছনোর প্রথম দুই পা কাটা পর্বতারোহীর কৃতিত্ব অর্যন করেন।অন্ধ আমেরিকান এরিক ওয়েইনেমাইয়ার ২০০১ সালের মে মাসে প্রথম অন্ধ পর্বতারোহী হিসেবে এভারেস্টে ওঠার কৃতিত্ব অর্জন করে্।

তবে, নেপাল সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হচ্ছে প্রাক্তন গোর্খা সেনা এভারেস্ট পর্বতারোহী হরি বুধ মগরের।তাঁকে আফগানিস্তানে মোতায়েন করা হয়, যিনি তাঁর দু’টি পা খুইয়েছেন। তিনি বলেন, নিষেধাজ্ঞাটি বৈষম্যমূলক।

এভারেস্ট জয়ী আর এক পর্বতারোহী বসন্ত সিংহ রায় এই নিষেধাজ্ঞা সম্পর্কে সংবাদ প্রভাকর টাইমসকে বলেন,”এর দু’রকম প্রতিক্রিয়া আছে। এক দিক থেকে যদি দেখা যায়-এমন অনেক পর্বতারোহী আছেন যারা এককভাবে অ্যাডভেঞ্চার করতে ভানবাসেন। যারা এককভাবে পর্বতারোহন করতে পছন্দ করেন।এই সিদ্ধান্তের ফলে তাদের আর সেই স্বপ্ন অধরাই থেকে যাবে।সেক্ষেত্রে এই সিদ্ধান্ত তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে গেল। তবে উলটো দিক থেকে দেখলে নেপালের মতো গরিব দেশের ক্ষেত্রে এককভাবে কোনও পর্বতারোহী দুর্ঘটনায় পড়লে তাকে উদ্ধারের মতো ক্ষমতা তাদের থাকে না। সেক্ষেত্রে এই দুর্ঘটনা রোধ করতে আর মৃত্যু ঠেকাতে তাদের এই সিদ্ধান্তকে স্বাগত না জানিয়ে পারা যাবে না।

মগর ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন-“যদি এমন সিদ্ধান্ত গৃহীত হয় তবে তা প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, মানবিকতা ভঙ্গকারী। প্রতি বছর বসন্ত এবং শরতকালে যখন পরিষ্কার আবহাওয়া থাকে তখনহাজার হাজার পর্বতারোহী বিশ্বের নানা প্রান্ত থেকে যায় নেপালে-যেখানে বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটি অবস্থিত,যেগুলির প্রতিটির উচ্চতাই আট হাজার মিটারের উপরে।

গত বছর নেপালের দক্ষিণ দিক থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন প্রায় ৪৫০ জন পর্বতারোহী – যার মধ্যে ১৯০জন বিদেশি এবং ২৫৯ জন নেপালি ছিলেন। সূত্রঃ এএফপি

 

Published on: ডিসে ৩০, ২০১৭ @ ১৭:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − = 77