এই মরশুমের সবচেয়ে বেশি তুষারপাত কিন্নরের কল্পা, ছিটকুলে-পারদ নামল মাইনাসে

Main আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ৩, ২০১৮ @ ১৯:২৬

এসপিটি নিউজ, সিমলা, ৩ নভেম্বরঃ হিমাচল প্রদেশে অধিক পরিমানে তুষারপাতের ফলে গোটা রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে তাপমাত্রার পারদ তরতরিয়ে নামতে শুরু করেছে। ঠাণ্ডার প্রকোপ অনেকটাই বেড়ে গেছে। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে মানালিতে-৪০মিলিমিটার। তাপমাত্রার পা্রদ নেমেছে ২.২ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টি হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিমলাতেও। ঠিক তেমমই কিন্নর জেলার হিল স্টেশন কল্পা এবং ছিটকুল সহ লাহুল এবং স্পিতী এলাকাতেও এই মরশুমের সবচেয়ে বেশি বরফ পড়েছে।তাপমাত্রার পারদ নামল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস।

হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। কেলং-এ ৩২মেন্টিমিটার পর্যন্ত বরফ পড়ে। তাপমাত্রা ১.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বরফ পড়েছে কল্পায় ৪.২ সেন্টিমিটার। খবরে প্রকাশ, মানালি থেকে ৫২ কিলোমিটার দূরে রোটাং-এ তুষারপাত হয়েছে বলে জানা গেছে।

ধর্মশালায় পাচ মিলিমিটার পর্যন্ত বরফ পড়েছে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস  বলে জানা গেছে। ডালহৌসিতে ১০ মিলিমিটার বৃষ্টি পড়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

রোটাং-এ তুষারপাতের ফলে সেখানকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। মানালি এবং কোঠি পর্যন্ত যানবাহন চলাচল করলেও লাহুলের সমস্ত পথে মানালি-কেনং-এর রাস্তায় যানযট দেখা দিয়েছে। এখানে বাস পরিষেবা কাল থেকে বন্ধ আছে। সোয়া ফুট মতো বরফ পড়েছে।রোটাং-এ ২ ফুট, রাহনীনালা এলাকায় দেড় এবং বাসনালায় সোয়া ফুট, চুম্বক মোড়, রাহলাফাল, ফাতরু এবং গুলাবায় এক ফুটের বেশি তুষারপাত হয়েছে।কোঠী এবং সোলাং-এ তিন ইঞ্চি বরফ পড়েছে। মানালিতে কাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে।

সিসু, গোন্দলা, দালগ, মুলিঙ্গ, তান্দী এবং গোশাল সহ কেলং জেলা সদরে এক ফুট মতো তুষারপাত হয়েছে। লাহুলের দারচা, জিস্পা, নেঙ্গার, গয়াড়ী, চৌখঙ্গ-এ দেড় থেকে পোনে দুই ফুট বরফ পড়েছে। এলাকার পটন, চন্দ্রা, গাহর এবং বৈলীতে ভারী তুষারপাত হয়েছে। মানালিতে যাওয়া বহু গাড়ি এই পরিস্থিতে লাহুলে আটকে রয়েছে।

Published on: নভে ৩, ২০১৮ @ ১৯:২৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 − = 40