উত্তরাখণ্ডে চারধামে তুষারপাত শুরু, বরফের চাদরে মুড়ে গেল কেদারনাথ ধাম

Main আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ৩, ২০১৮ @ ১৬:২৫

এসপিটি নিউজ ডেস্কঃ এবার যেন সত্যি সব কিছু বেশি করে হচ্ছে। বৃষ্টি যে পরিমান হয়েছে তা অন্য বছরগুলিকে ছাপিয়ে গেছে। এর উপর পাহাড়ি এলাকায় এবার খুব বেশি পরিমানে বরফ পাত হয়েছে। এর ফলে ঠান্ডা অনেক আগে থাকতেই পড়ে গেছে। এখনও উত্তরাখণ্ডের চারধাম মন্দিরের কপাট বন্ধ হয়নি কিন্তু তার আগে যে পরিমান তুষারপাত শুরু হয়েছে তা দেখে অবাক সকলে।

পর্যটকরা অবশ্য এর পুরোটা উসুল করতে লেগে গেছে। আজ যেমন সকাল থেকে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় আবহাওয়া বদলে যায়। শুরু হয় তুষারপাত। কেদারনাথ ধাম তো বরফের চাদরে সাদা হয়ে গেছে। বরফ পড়া শুরু হয়েছে যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ ধামেও।

আগহাওওয়া দফতর অবশ্য জানিয়ে দিয়েছে এই আবহাওওয়া আগামি ২৪ ঘণ্টা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বরফ পড়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে থাকবে।আজ শনিবার সকাল থেকে আবহাওয়া বদলে যায়। দেজাদুন সহ বেশ কিছু এলাকায় সকাল থেকে বৃষ্টি শুরু যায়। সেই সঙ্গে হাওয়া চলতে থাকায় ঠান্ডা জাঁকিয়ে পড়া শুরু করে। বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী ধামে তুষারপাত শুরু হয়। এর ফলে ঠাণ্ডার প্রকোপ মুহূর্তের মধ্যে বেড়ে যায়। তাপমাত্রার পারদ নামতে থাকে। রাজ্যের আবহাওয়া দফতরের নির্দেশক বিক্রম সিংহ জানিয়েছেন, হিমালয়ের পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টি হবে। সেই সঙ্গে চার ধামে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া পরিবর্তন দেখা গেছে উত্তরাখণ্ডের কুমায়ুন এলাকায়। হলদোয়ানিতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শুরু হয়েছে বৃষ্টি। এখানে ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের অনুমান, রবিবার সকাল পর্যন্ত পার্বত্য এলাকার ৩৫০০মিটার উঁচু স্থানে ফের তুষারপাতের সম্ভাবনা আছে।

ছবি-জাগরন, এএনআই   

Published on: নভে ৩, ২০১৮ @ ১৬:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 + = 54