এই দুই দেশের মধ্যে চলবে বিশ্বের প্রথম কেবল কার

বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

মাত্র ১৫ মিনিটেই যোগাযোগ স্থাপন দুই দেশের মধ্যে।

আসন সংখ্যা ৬০। থাকছে লাগেজের জন্য পৃথক ব্যবস্থাও।

 Published on: জুলা ৩০, ২০১৯ @ ২০:৪৬ 

এসপিটি নিউজ ডেস্ক: বাস, রেল ও বিমানে পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের ঘটনা বিশ্বে অনেক আছে। কিন্তু তাই বলে কেবল কার-এ যোগাযোগ স্থাপন- না, এমনটা তো জানা নেই। সম্ভবত আপনিও বলতে পারবেন না। কিন্তু, এবার সেই অদ্ভুত ব্যাপারই ঘটিয়ে ফেলল বিশ্বের এই দুই দেশ। এবার তারা তাদের দুই শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কেবল কার স্থাপন করতে চলেছে। কাজ শুরু হয়ে গেছে। ২০২০ সালের মধ্যে দুই দেশের মানুষ এই কেবল কার ব্যবহার করতে পারবে।

ইউরোপ ও এশিয়ার এই দুই দেশ

ভাবছেন তো, কোন দুটি দেশ এমন কান্ড ঘটিয়েছে! দেশ দুটি হল ইউরোপের রাশিয়া এবং এশিয়ার চিন। এই দুটি দেশ পাশাপাশি অবস্থান করে। এদের দু’টি শহর একটি নদীর এপার আর ওপারে অবস্থিত। নদীটির নাম আমুর। সেই আমুর নদীর একদিকে আছে চিনের হিহে শহর এবং অপর প্রান্তে আছে রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক। আপনাদের জানিয়ে রাখি যে রাশিয়া ও চিনের মধ্যে দিয়ে যাওয়া এই আমুর নদী ২৯০০ কিলোমিটার জুড়ে বয়ে চলেছে।

এখন কিভাবে যাতায়াত করেন সেখানকার মানুষ

এই নদীর ধার দিয়ে দুই দেশের মোট সাতটি শহর অবস্থান করছে। এখন পর্যন্ত এই দুই শহরের লোকজনদের যাতায়াতের মাধ্যম বলতে ছোট অথবা বড় নৌকা। শীতকালে এই নদী পুরোপুরি জমাট বেঁধে যায়। তাই কেবল কার চালু হয়ে গেলে দুই দেশের মধ্যে যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও এটি পর্যটনের ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে।

কেমন হবে এই কেবল কার

কেবল কারে প্রতিটি কেবিনে ষাটটি করে আসন থাকবে। এছাড়াও লাগেজের জন্য আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে। এই কার ১৫ মিনিটে এক শহর থেকে আর এক শহরে পৌঁছে যাবে। এর নকশা ডাচ স্থাপত্যবিদ করেছে। কেবল কার বিশ্বে এখন এক নয়া ধারণা নিয়ে এসেছে। এটি শুধু দ্রুত যাতায়াতের মাধ্যমই নয় সস্তাও বটে। সূত্রঃ সিএনএন

Published on: জুলা ৩০, ২০১৯ @ ২০:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + = 17