উপনির্বাচনে চার আসনে জয় নিয়ে যা বললেন মমতা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

 

 Published on: নভে ২, ২০২১ @ ২৩:৪২

এসপিটি নিউজ, কলকাতা, ২ নভেম্বর : পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনের চারটি আসনেই তৃণমূলের বিশাল জয় নিয়ে দলের সুপ্রিমো তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে নিজের মতামত জানিয়েছেন। এই জয়কে তিনি জণগনের আশীর্বাদ বলে ব্যাখ্যা করেছেন।

ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন-“ বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন! এই বিজয় জনগণের বিজয়, কারণ এটি দেখায় কিভাবে বাংলা সর্বদা অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে। জনগণের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি!”

গত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার হ্যাটট্রিকের পর উপনির্বাচনেও মমতা জাদু অব্যাহত রয়েছে। তৃণমূল কংগ্রেস বাংলার চারটি বিধানসভা আসন, দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা বিপুল ভোটে জিতেছে। এর মধ্যে দুটি আসন, দিনহাটা এবং শান্তিপুর, মাত্র ছয় মাসের মধ্যে তৃণমূল বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। শান্তিপুর বাদে তিনটি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Published on: নভে ২, ২০২১ @ ২৩:৪২


শেয়ার করুন